News71.com
 Technology
 12 Jul 16, 12:09 PM
 868           
 0
 12 Jul 16, 12:09 PM

মাত্র সাত হাজারে মিলবে ইনটেক্সের মার্শম্যালো চালিত স্মার্টফোন

মাত্র সাত হাজারে মিলবে ইনটেক্সের মার্শম্যালো চালিত স্মার্টফোন

প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো চালিত অ্যাকোয়া পাওয়ার ফোর-জি স্মার্টফোন এনেছে স্মার্টফোন প্রস্তুতকারক ভারতীয় প্রতিষ্ঠান ইনটেক্স।

ইনটেক্স অ্যাকোয়া পাওয়ার ফোর-জি মডেলে রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ৬৪ বিট কোয়াড কোর প্রসেসরের সঙ্গে ১ জিবি র‍্যাম। এই ফোনে আরও রয়েছে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি, যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ইনটেক্স অ্যাকোয়া পাওয়ার ফোর-জি স্পোর্টস মডেলের রিয়ার ক্যামেরা ৮ এমপি-র, সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তলার জন্য রয়েছে ২ এমপি-র ফ্রন্ট ক্যামেরা।

ফোর-জি এলটিই ও থ্রিজি সাপোর্টেড ফোনটি ওয়াই-ফাই, ব্লু-টুথ ও জিপিএস সুবিধাও রয়েছে। ৩৩০০ এমএএইচ ব্যাটারির এই ফোনে রয়েছে প্রি-ইনস্টলড ‘মাতৃভাষা’ অ্যাপ। এতে ভারতের ২১টি আঞ্চলিক ভাষায় কথোপকথন চালানো যাবে। তার পাশাপাশি রয়েছে ক্লিন মাস্টার, সাওন ও অপেরা মিনি অ্যাপও। আর এতকিছু মিলছে মাত্র ৬ হাজার ৩৯৯ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সেটা ৭ হাজার ৪০০ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন