News71.com
 Technology
 17 Jun 22, 06:58 PM
 1107           
 0
 17 Jun 22, 06:58 PM

সামনের দিন হচ্ছে ডিজিটাল যুগের।। টেলিযোগাযোগ মন্ত্রী

সামনের দিন হচ্ছে ডিজিটাল যুগের।। টেলিযোগাযোগ মন্ত্রী

নিউজ ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সামনের দিন হচ্ছে ডিজিটাল যুগের। প্রথম, দ্বিতীয় কিংবা চতুর্থ শিল্প বিপ্লব যুগের অবসান হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় নতুন প্রজন্মকে ডিজিটাল যুগের উপযোগী শিক্ষায় শিক্ষিত করা অপরিহার্য।

 বাংলাদেশের ছেলে-মেয়েদের তৈরি করা সফটওয়্যার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সর্বক্ষেত্রে সফলতার সঙ্গে ব্যবহৃত হচ্ছে। বিশ্বের আশিটি দেশে বাংলাদেশ সফটওয়্যার রফতানি করছে বলে মন্ত্রী উল্লেখ করেন। মন্ত্রী বৃহস্পতিবার (১৬ জুন) রাতে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সংসদ সদস্য শিরিন আক্তার, কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাসুদ রহমান ও কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জেনিস স্মেলস বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন