News71.com
 Technology
 06 Jul 16, 11:54 PM
 918           
 0
 06 Jul 16, 11:54 PM

শীঘ্রই বরফে ঢাকা পরবে পুরো পৃথিবী , শুরু হবে বরফ যুগ।।

শীঘ্রই বরফে ঢাকা পরবে পুরো পৃথিবী , শুরু হবে বরফ যুগ।।

প্রযুক্তি ডেস্কঃ এক শতকের বেশি সময়ের মধ্যে বর্তমানে সূর্য সবচেয়ে বেশি শান্ত সময় পার করছে। চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভেনকোর ওয়েদার দাবি করেছে, সূর্য ‘কিউ বল’ মোডে রয়েছে। এবার নাসার তোলা ছবিতে সূর্যপৃষ্ঠে বড় কোনো সানস্পট দেখা যায়নি।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এ ঘটনা অস্বাভাবিক নয়। ১১ বছরের চক্রে সৌর কার্যকলাপ পরিবর্তন ও হ্রাস পায়। এখন আমরা রয়েছি ২৪তম চক্রে। এটি শুরু হয়েছে ২০০৮ সাল থেকে। স্পটলেস সানের বর্তমান ধারা অব্যাহত থাকলে পৃথিবী একটি ছোট বরফযুগের দিকে এগোতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

অনেক গবেষকের বিশ্বাস, লো সোলার অ্যাক্টিভিটি, আগ্নেয় ক্রিয়ার বৃদ্ধি ও সমুদ্র নকশার পরিবর্তন ১৭ শতককে শীতল রেখেছিলো।

গত বছরের একটি গবেষণায় বলা হয়, ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে সৌরচক্র ভেঙে যেতে পারে। যা ১৬৪৬-১৭১৫ সালের মতো আরেকটি বরফযুগের সূচনা করতে পারে।

বিজ্ঞানীরা সূর্যের সৌরচক্রের একটি মডেল তৈরি করেছেন। মডেল পূর্বাভাস দিয়েছে ২০২২ সালের দিকে ২৫তম চক্রে সূর্যের সৌর তরঙ্গ নিষ্ক্রিয় হয়ে পড়বে। এরপর ২০৩০-২০৪০ সালে, দশ বছরে সৌর কার্যকলাপ লক্ষণীয় হারে কমবে। এসময় দু’টি সৌর তরঙ্গ সূর্যের দুই মেরুর দুই দিকে অবস্থান করবে। তাদের মিথস্ত্রিয়া ঐক্যনাশ করবে বা একে অপরকে নিষ্ক্রিয় করবে। বিজ্ঞানীদের ধারণা এ ঘটনাই পরবর্তী বরফযুগ ডেকে আনবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন