News71.com
 Technology
 06 May 22, 10:26 AM
 374           
 0
 06 May 22, 10:26 AM

গ্রামীণফোনের নতুন সিসিএও হ্যান্স মার্টিন হেনরিক্সন।।

গ্রামীণফোনের নতুন সিসিএও হ্যান্স মার্টিন হেনরিক্সন।।

নিউজ ডেস্কঃ  হ্যান্স মার্টিন হেনরিক্সনকে চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হিসাবে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন। আগামী ১৫ মে থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে বৃহস্পতিবার (০৫ মে) এক বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণফোন। হ্যান্স মার্টিন গ্রামীণফোনের পূর্ববর্তী সিসিএও ওলে বিয়র্ণ শুলস্তা’র স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০২১ সালের ৩০ জুন গ্রামীণফোন থেকে বিদায় নেন। পরবর্তী সময়ে হোসেন সাদাত গ্রামীণফোনের এক্টিং সিসিএও হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গ্রামীণফোনে যোগদানের পূর্বে হ্যান্স মার্টিন টেলিনর মায়ানমারের সিসিএও হিসাবে দায়িত্ব পালন করেন এবং প্রতিষ্ঠানের চ্যালেঞ্জিং সময়ে কার্যকর ভূমিকা পালন করেন। টেলিনর গ্রুপের আর্ন্তজাতিক ও এশিয়ার ব্যবসায়িক পরিচালনা বিশেষ করে মোবাইল লাইসেন্স অধিগ্রহণে এশিয়ায় হ্যান্স মার্টিনের বিস্তর অভিজ্ঞতা রয়েছে। বিগত ২০ বছর তিনি টেলিনর এশিয়ার সকল বিজনেস ইউনিটে বিভিন্ন পদে কাজ করেছেন। বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে হ্যান্স মার্টিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হ্যান্স মার্টিন বাংলাদেশে টেলিনরের চীফ কান্ট্রি অফিসার দায়িত্ব পালন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন