News71.com
 Technology
 02 Jul 16, 02:35 PM
 862           
 0
 02 Jul 16, 02:35 PM

ফেসবুকে পোস্ট করা যাবে মাত্র ৪৪ ভাষায়।।

ফেসবুকে পোস্ট করা যাবে মাত্র ৪৪ ভাষায়।।

প্রযুক্তি ডেস্কঃ বিশ্বব্যাপী আরো অধিকতর ইউজারদের পরস্পরের মাঝে সংযুক্ত করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি মাল্টিলিঙ্গুয়াল কম্পোজার ফিচার [বহুভাষায় লেখার সুবিধাসংবলিত ফিচার] নিয়ে এসেছে।

ফিচারটির মাধ্যমে ইউজাররা ৪৪টি ভাষায় তাদের পোস্ট দিতে পারবে যাতে করে অন্য ভাষার মানুষের জন্য পোস্টগুলো বুঝতে সুবিধা হয়।
অবশ্য ফেসবুক চলতি বছরের ফেব্রুয়ারিতেই পেজ মালিকদের নিয়ে ফিচারটির পরীক্ষা শুরু করেছিল।

মাল্টিলিঙ্গুয়াল কম্পোজার ফিচারটি ব্যবহার করবের যেভাবে : এই ফিচারটির সুবিধা নিতে চাইলে কোনো ইউজারকে প্রথমে কোনো একটি ভাষায় একটি পোস্ট লিখতে হবে। এরপর স্ট্যাটাস আপডেট বক্সের ভেতরে নিচের দিকে এক কোণায় স্থাপিত 'রাইট পোস্ট ইন আনাদার ল্যাঙ্গুয়েজ' অপশনটিতে তাদের ক্লিক করতে হবে। এই অপশন থেকে কোন কোন ভাষায় ইউজাররা পোস্টটি দেখতে চান তা বাছাই করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন