News71.com
 Technology
 26 Aug 21, 11:45 AM
 465           
 0
 26 Aug 21, 11:45 AM

ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার॥

ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার॥

প্রযুক্তি ডেস্কঃ বর্তমানে সারা বিশ্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। ব্যবহারকারীদের আরও সুবিধা দিতে নিত্যনতুন আপডেট নিয়ে আসে ফেসবুকের মালিকানাধীন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এখন পর্যন্ত, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা একটি সোয়াইপ আপ ফিচারের মাধ্যমে তাদের স্টোরিগুলোতে যে বাহ্যিক লিঙ্ক থাকতো সেগুলো খুলে ভিজিট করতে পারতেন। কিন্তু ইনস্টাগ্রামের স্টোরি থেকে সোয়াইপ আপ ফিচারটি সরিয়ে দেওয়া হচ্ছে। এর পরিবর্তে এটিকে লিঙ্ক স্টিকার দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে।

সোয়াইপ আপ লিঙ্কের ফিচারটি না থাকলে বাহ্যিক যে কন্টেন্টগুলোকে ইন্সটাগ্রামে দেওয়া হত সেগুলোর মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। ইনস্টাগ্রাম লিংক স্টিকার সম্পর্কে আরও বিস্তারে জেনে নেওয়া যাক। ইনস্টাগ্রাম বেশ কয়েকজন ব্যবহারকারীকে একটি বিজ্ঞপ্তি দেখানো শুরু করেছে, যা বলছে ‘সোয়াইপ আপ লিংকস উইল সুন বি স্টিকারস’, যার অর্থ হলো এই ফিচারটি খুব তাড়াতাড়িই স্টিকার দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে। এই পরিবর্তনটি আগামী সোমবার (৩০ আগস্ট) থেকে প্ল্যাটফর্মে প্রয়োগ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন