News71.com
 Technology
 24 Jun 21, 03:15 PM
 491           
 0
 24 Jun 21, 03:15 PM

ইরানঘনিষ্ঠ ৩৬টি ওয়েবসাইট দখলে নিল যুক্তরাষ্ট্র॥

ইরানঘনিষ্ঠ ৩৬টি ওয়েবসাইট দখলে নিল যুক্তরাষ্ট্র॥

প্রযুক্তি ডেস্কঃ ইরানের সঙ্গে সংযুক্ত প্রায় ৩৬টি ওয়েবসাইটের ডোমেইন দখলে নিয়ে সেগুলো বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় বিচার বিভাগ নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র সরকার ইরানের সঙ্গে সংযুক্ত কয়েক ডজন ওয়েবসাইট ডোমেইন জব্দ করেছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, আদালতের আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিয়ন (আইআরটিভিইউ) কর্তৃক ব্যবহৃত ৩৩টি ওয়েবসাইট এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কাতাইব হিজবাল্লাহ (কেএইচ) পরিচালিত তিনটি ওয়েবসাইট জব্দ করেছে।

বিবৃতিতে বলেছে, সংবাদ সংস্থা বা প্রচার মাধ্যমের ছদ্মবেশে ইরান সরকারের উপাদানগুলো যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যস্ত করার জন্য যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানী রাষ্ট্র পরিচালিত ইংরেজি ভাষার গণমাধ্যম প্রেসটিভিসহ ওইসব ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। ওয়েবসাইটগুলোর ঠিকানায় প্রবেশ করলে দেখা যাচ্ছে, ‘যুক্তরাষ্ট্র সরকার এই ওয়েবসাইট জব্দ করেছে’। সেখানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও বাণিজ্য বিভাগের লোগো দেখা যাচ্ছে।  ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি মঙ্গলবার জানিয়েছে, ইরানের সরকার পরিচালিত প্রেস টিভিসহ বেশ কয়েকটি সংবাদ সংস্থার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন