News71.com
 Technology
 04 Apr 21, 10:34 PM
 580           
 0
 04 Apr 21, 10:34 PM

বিটিসিএলের ‘আলাপ’ অ্যাপের উদ্বোধন॥৩০ পয়সা কলরেট

বিটিসিএলের ‘আলাপ’ অ্যাপের উদ্বোধন॥৩০ পয়সা কলরেট

প্রযুক্তি ডেস্কঃ বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেডের (বিটিসিএল) ওটিটি (ওভার দ্য টপ) কলিং সেবা ‘আলাপ’ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মোবাইল ফোনে ‘আলাপ’ অ্যাপ ইন্সটল করলেই একজন গ্রাহক নিজের বর্তমান মোবাইল নম্বরের সঙ্গে মিলিয়ে একটি নতুন আলাপ নম্বরের মালিক হবেন। ‘আলাপ’ থেকে ‘আলাপ’ এ কথা বলা এবং চ্যাট করা যাবে বিনামূল্যে। তবে তার জন্য ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আলাপ থেকে যেকোনো মোবাইল বা ল্যান্ডফোনে কথা বললে প্রতি মিনিটে খরচ হবে ৩০ পয়সা (এরসঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে), রয়েছে প্রতি সেকেন্ড পালস সুবিধা। আবার যেকোনো মোবাইল বা ল্যান্ডফোন নম্বর থেকেও আলাপে কল করা যাবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রোববার (৪ এপ্রিল) ঢাকায় ভার্চ্যুয়ালি অংশ নিয়ে অ্যাপটির উদ্বোধন এবং ‘আলাপ’র লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সুদীর্ঘকাল বিটিসিএল যে স্থবিরতার মধ্যে কাটিয়েছে তা আর অব্যাহত নেই। ডটবাংলা ডোমেইনের মূল্য হ্রাস, মাসে ১৫০ টাকায় ল্যান্ড ফোন থেকে ল্যান্ড ফোনে যত খুশি তত কথা বলার সুযোগ সৃষ্টি, বিটিসিএল এর কলরেট হ্রাস, সাশ্রয়ী মূল্যে ইন্টারনেটসহ জিপন সার্ভিস প্রবর্তন এবং বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকসেবা নিশ্চিত করাসহ বেশ কিছু কর্মসূচির ফলে বিটিসিএল এখন ঘুরে দাঁড়িয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন