News71.com
 Technology
 18 Feb 21, 10:35 PM
 700           
 0
 18 Feb 21, 10:35 PM

ফেসবুককে ৭০ লাখ ইউরো জরিমানা করল ইতালি।।

ফেসবুককে ৭০ লাখ ইউরো জরিমানা করল ইতালি।।

 

প্রযুক্তি ডেস্কঃ গ্রাহকের ডেটা নিয়ে অন্যায্য বাণিজ্যিক চর্চার অভিযোগে ফেসবুককে ৭০ লাখ ইউরো জরিমানা করেছে ইতালি। দেশটির নীতিনির্ধারক সংস্থা বুধবার জরিমানা করার তথ্য জানায়। সংস্থাটি দাবি করেছে, অন্যায্য বাণিজ্যিক চর্চা বন্ধ করতে নীতিনির্ধারকদের অনুরোধ মানেনি ফেসবুক। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ফেসবুক। 

 

এর আগে ২০১৮ সালের নভেম্বরে ইতালির অ্যান্টিট্রাস্ট সংস্থা রায় দিয়েছিল, ডেটা সংগ্রহ ও ব্যবহার বিষয়ে গ্রাহককে সঠিকভাবে অবহিত করে না ফেসবুক। সেসময়ও সামাজিক মাধ্যম জায়ান্ট খ্যাত ফেসবুককে ৫০ লাখ ইউরো জরিমানা করেছিল সংস্থাটি। এ ছাড়া নিবন্ধিত প্রত্যেক ইতালিয়ান ব্যবহারকারীর জন্য ইতালীয় ফেসবুক ওয়েবসাইটে, ফেসবুক অ্যাপে সংশোধনবিষয়ক বিবৃতি প্রকাশ করতে বলা হয়েছিল সাইটটিকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন