News71.com
 Technology
 20 Jun 16, 06:15 PM
 805           
 0
 20 Jun 16, 06:15 PM

শরীরে দুর্গন্ধ হলে জানাবে মোবাইল অ্যাপ

শরীরে দুর্গন্ধ হলে জানাবে মোবাইল অ্যাপ

প্রযুক্তি ডেস্কঃ প্রসাধনী পণ্য নির্মাতা নিভিয়ার নাম জানে সবাই। ক্রিম থেকে ডিওডোরেন্ট বা দুর্গন্ধনাশক পণ্য তৈরির জন্য বিখ্যাত এই প্রতিষ্ঠান। জার্মানভিত্তিক প্রতিষ্ঠানটি এবার তৈরি করেছে একটি নতুন অ্যাপ, যা বলে দেবে আপনার গায়ে কতটা দুর্গন্ধ রয়েছে। মনে করিয়ে দেবে দুর্গন্ধনাশক প্রসাধনী লাগানোর প্রয়োজনীয়তা। এই অ্যাপ অন্য সাধারণ অ্যাপের মতো নয়। এটি আসলে একটি বিশেষ ধরনের ফোন-কভার। এই কভারে আবার এমন একটি অ্যাপ ডাউনলোড করা যায়, যা ইলেকট্রনিক নাকের কাজ করে। কোনো মানুষ ঘেমে যাওয়ার পরে যদি তার শরীরের কাছে, অথবা বাহুমূলের কাছে স্মার্টফোনটি নিয়ে যান তখনই অ্যাপটি জানিয়ে দেবে শরীরে কতটা ঘাম হয়েছে আর কতটা দুর্গন্ধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন