News71.com
 Technology
 22 Nov 20, 05:11 PM
 561           
 0
 22 Nov 20, 05:11 PM

এবার খেলা হবে ফেসবুকে।।

এবার খেলা হবে ফেসবুকে।।

প্রযুক্তি ডেস্কঃ অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ ব্যবহারযোগ্য ক্লাউড গেমিং সুবিধা চালু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ব্যবহারকারীরা বিনা খরচে ফেসবুক থেকে বের না হয়ে এমনকি ডাউনলোড না করেও খেলতে পারবেন গেমগুলো।এখনই ক্লাউড গেমিং সুবিধা অ্যাপল ব্যবহারকারীরা উপভোগ করতে পারছেন না। অ্যাপল ব্যবহারকারীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট জেসন রুবিন।এসব গেমগুলোর মধ্যে রয়েছে মোবাইল লিজেন্ডস: অ্যাডভেঞ্চার, পিজিএ ট্যুর গল্ফ শুটআউট, অ্যাসফাল্ট ৯: লিজেন্ডস, সলিটায়ার: আর্থার’স টেল এবং ডব্লিউডব্লিউই সুপারকার্ড। ইতোমধ্যে ২ লাখ ছাড়িয়েছে গেইমারের সংখ্যা। ভবিষ্যতে অসংখ্য গেম যুক্ত হবে এ তালিকায়।সংস্থাটি বলছে, ধীরে ধীরে স্পোর্টস, কার্ড, সিমুলেশন এবং স্ট্যাটেজি মেনে গেমসগুলো ডেভেলপ করছে যাতে বিলম্বিত সমস্যায় পড়তে না হয়। প্রযুক্তির সুবিধা ও বাস্তবতাকে গ্রহণ করে জনসাধারনের জন্য ক্লাউড গেমের স্ট্রিমিং সুবিধা বাড়ানোর ওপর জোর দিচ্ছে ফেসবুক।এছাড়া, ডেভেলপারদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। যাতে সহজেই আইওএস ব্যবহার করে তারা ক্লাউড গেম ডেভেলপ করতে পারেন নিজ নিজ অবস্থানে থেকে।

 

সূত্র: ডেইলি মেইল

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন