News71.com
 Technology
 24 Oct 20, 06:58 PM
 636           
 0
 24 Oct 20, 06:58 PM

কোডিং না জেনেও বানিয়ে ফেলুন শক্তিশালী অ্যাপ।।

কোডিং না জেনেও বানিয়ে ফেলুন শক্তিশালী অ্যাপ।।

প্রযুক্তি ডেস্কঃ ‘গুগল ওয়ার্কস্পেস’ নামে চলতি মাসেই নতুন সেবা চালু করেছে গুগল। খুব শিগগিরই এই সেবার আওতায় নতুন একটি টুলস চালু করা হচ্ছে, সেটা দিয়ে কোডিং না জানা থাকলেও অ্যাপ নির্মাণ করতে পারবেন ব্যবহারকারীরা।গুগলের ক্লাউড সেবার কোডহীন প্ল্যাটফর্ম অ্যাপশিটে যুক্ত হওয়া নতুন যে কেউই এক লাইন কোড না লিখেও শক্তিশালী অ্যাপ বানাতে পারবেন।কোডিং শেখা বা অ্যাপ বানাতে কারও সহযোগিতা নেওয়ার পরিবর্তে ব্যবহারকারীদের এ ক্ষেত্রে দরকার হবে অ্যাপশিটের ব্যবহার জানা। নতুন টুলসের মাধ্যমে সরাসরি অ্যাপশিট ব্যবহার করে গুগল শিট থেকে তাদের অ্যাপ তৈরি করে নিতে পারবে।এরই মধ্যে গুগলের ওয়ার্কস্পেস বান্ডেলে অ্যাপশিট যোগ করে দিয়েছে গুগল। যার অর্থ, ব্যবহারকারী গুগল ওয়ার্কস্পেসের ইন্টারফেসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্যান্য টুলস ও সেবার সঙ্গে অ্যাপশিটও দেখতে পাবে।যেভাবে যাবেন অ্যাপশিটে: প্রথমেই খুলতে হবে ‘শিট’ ট্যাব, এরপর টুলস ট্যাবেই পাওয়া ‘ওপেন ইন দ্য অ্যাপশিট’ অপশন।গুগলের এক ব্লগপোস্টে বলা হয়েছে, একবার অ্যাপশিট অ্যাকাউন্ট খেলার পর (এরই মধ্যে অ্যাকাউন্ট থাকলে খোলার দরকার নেই) অ্যাপশিট কোডিংয়ের কাজ, তথ্য কাঠামো বিশ্লেষণ করবে এবং এখান থেকেই একটি প্রটোটাইপ অ্যাপ তৈরি করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন