Technology
 16 Jun 16, 11:24 AM
 469             0

মোবাইল ফোন পানিতে পড়ে গেলে আর আতঙ্ক নয়।।

মোবাইল ফোন পানিতে পড়ে গেলে আর আতঙ্ক নয়।।

প্রযুক্তি ডেস্কঃ আমাদের গুরুত্বপূর্ণ পছন্দের মোবাইল বা স্মার্টফোনটি দূর্ঘটনা বসত পানিতে পড়ে যাওয়ার ঘটনাটি প্রয়াশই ঘটছে। বিশেষ করে তাড়াহুড়ার মধ্যে স্মার্টফোনটি পানিতে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে কী করা যেতে পারে তা অনেকেই বুঝে উঠতে পারেন না। কিন্তু কয়েকটি সহজ পন্থা অবলম্বন করলেই আপনি ফিরে পেতে পারেন আপনার প্রিয় ফোনটি কোন সার্ভিসিং ছাড়াই।

তাই নিচে এর উপায় বা করণীয় নিয়েই আলোচনা করা হলো :

১. প্রথমেই পানি থেকে জলদি মোবাইটি তুলে ব্যাটারি, মেমোরি কার্ড ও সিম কার্ডটি খুলে ফেলুন।

২. ব্যাটারিটিকে শুকনো তোয়ালে দিয়ে ভালো করে মুছুন। পাশাপাশি সিম কার্ড, মেমোরি কার্ড সহ গোটা মোবাইলটিকে সযত্নে মুছে নিন।

৩. এরপর একটি বাতাসমুক্ত পাত্রে শুকনো চাল নিন। সেই চালের ভিতর রেখে প্রায় দশ-বারো ঘণ্টা রেখে দিন মোবাইল ও ব্যাটারিটি। অথবা রোদেও ভালো করে শুকিয়ে নিতে পারেন। তা যদি সম্ভব না হয় একশো পাওয়ারের বাল্ব জ্বালিয়ে মোবাইল ও ব্যাটারিকে ভালো করে তাপ লাগান।

৪. পরিশেষে তুলো দিয়ে স্পিকার, ক্যামেরা, কিপ্যাড ভালো করে মুছে নিন। এরপর পাওয়ার বাটনটি প্রেস করলেই দেখবেন মোবাইলের জ্ঞান ফিরে এসেছে।

বি.দ্রঃ বিশেষভাবে খেয়াল রাখুন মোবাইল ফোনটি যেন কোন ভাবেই ভেজা অবস্থায় অন করা না হয়।

তাছাড়া, যেকোন ইলেকট্রনিক্স জিনিস যেমন ঘড়ি, পেন ড্রাইভ, মডেম, ফ্ল্যাস ড্রাইভ ইত্যাদি পানিতে ভিজে গেলে এই পন্থা অবলম্বন করা যেয়ে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')