News71.com
 Technology
 20 Aug 20, 11:38 AM
 731           
 0
 20 Aug 20, 11:38 AM

আগামী অক্টোবরেই বাজারে আসবে আইফোন ১২॥  

আগামী অক্টোবরেই বাজারে আসবে আইফোন ১২॥   

প্রযুক্তি ডেস্কঃ প্রতিবছরই সেপ্টেম্বরে নিয়ম করে আইফোন উন্মোচন করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে করোনা পরিস্থিতিরি কারণে চলতি বছর এক মাস পিছিয়ে আইফোন ১২ আসবে অক্টোবরে। আর সেই তারিখ হতে পারে ১২ অক্টোবর। তবে অক্টোবরে যে আইফোন আসবে তার ঘোষণায় খুব আনুষ্ঠানিকতা নাও আসতে পারে। আর সেসবের বিক্রি শুরু হবে মাসের শেষ থেকেই।

আইফোন ১২ সিরিজে বেশকিছু পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানা গেছে। নতুন আইফোনের সবচেয়ে বড় চমক থাকবে ক্যামেরায়। অ্যাপলের আইফোন ১২ সিরিজে উচ্চমানসম্পন্ন সেমকো ও সানি অপটিক্যাল লেন্স ব্যবহার করা হচ্ছে। এদিকে বেশকিছু সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, আইফোনের পাশাপাশি আইপ্যাড এবং নতুন অ্যাপল ওয়াচ আনবে প্রতিষ্ঠানটি। আর সেগুলোর ঘোষণা হবে ৭ সেপ্টেম্বর। সেই ঘোষণাও আসবে ভার্চুয়ালি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন