News71.com
 Technology
 02 Aug 20, 08:04 PM
 696           
 0
 02 Aug 20, 08:04 PM

মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও কল করার বিশেষ অ্যাপ॥

মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও কল করার বিশেষ অ্যাপ॥

প্রযুক্তি ডেস্কঃ মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় নেটওয়ার্ক না থাকার সমস্যায় পড়তে হয়। বিশেষ করে গ্রামে বা দুর্গম এলাকায় এই সমস্যা বেশি দেখা যায়। এছাড়া বিশেষ দিন বা সময়ে যখন মোবাইলে কথা বলার পরিমাণ বেড়ে যায় তখনও এই সমস্যা হয়ে থাকে।নেটওয়ার্ক সংক্রান্ত এই জটিলতা এড়াতে বিশেষ ধরণের অ্যাপ তৈরি করেছে সংযুক্ত আরব আমিরাতের একটি স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান। অ্যাপটি ব্যবহারের জন্য মোবাইল ফোনের সঙ্গে একটি অ্যাডাপটরও সংযুক্ত করতে হবে। অ্যাডাপটরটি ওই প্রতিষ্ঠানটিই বাজারজাত করছে।এই পদ্ধতিতে মূলত মোবাইলের নেটওয়ার্ক বা মোবাইল সেবাদানকারী অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করা হবে না। এর সঙ্গে আসলে অপারেটরের তেমন কোনো সম্পর্ক নেই। এটিকে মোবাইল নেটওয়ার্কের বিকল্প উপায় বলা হচ্ছে।সংযুক্ত আরব আমিরাতের ‘থুরায়া’ নামে একটি স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান বেশ কয়েক মাস আগে এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। তাদের অ্যাডাপ্টর ও অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনকে স্যাটেলাইট ফোনে রুপান্তর করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন