Technology
 02 Aug 20, 08:02 PM
 90             0

বাজারমুল্যে আরামকোকেও টপকে গেল টেক জায়ান্ট অ্যাপল॥

বাজারমুল্যে আরামকোকেও টপকে গেল টেক জায়ান্ট অ্যাপল॥

 

প্রযুক্তি ডেস্কঃ বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকোকে টপকে শীর্ষস্থানে পৌঁছেছে টেক জায়ান্ট অ্যাপল।শুক্রবার অ্যাপলের শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে রেকর্ড ৪২৫ ডলারে পৌঁছেছে। মহামারীর মধ্যেও প্রায় ৬শ' কোটি ডলার আয় হয়েছে প্রতিষ্ঠানটির। অ্যাপলের বাজারমূল্য ১ দশমিক আট দুই ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।যেখানে আরামকোর বাজারমূল্য ১ দশমিক সাত ছয় ট্রিলিয়ন ডলার। করোনা মহামারীর কারণে জ্বালানির চাহিদা কমে যাওয়ায় বছরের প্রথম তিন মাসে আরামকোর মুনাফা কমেছে ২৫ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে আয় ৭৬০ কোটি ডলার কমতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')