News71.com
 Technology
 11 Jun 16, 06:03 PM
 872           
 0
 11 Jun 16, 06:03 PM

অনলাইনে পরিচয়, ডেটিং করে বিশেষ মুহুর্তে বিনিয়োগ প্রস্তাব ।। কৌশলে প্রতারনা...

অনলাইনে পরিচয়, ডেটিং করে বিশেষ মুহুর্তে বিনিয়োগ প্রস্তাব ।। কৌশলে প্রতারনা...

প্রযুক্তি ডেস্ক: অনলাইনে পরিচয় থেকে ডেটিংয়ে গিয়ে অনেকেই বহু ধরনের আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবে সম্পূর্ণ নতুন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কয়েকজন নারী, যে বিষয়টির কথা অনেকেই ভাবতে পারেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে থমাস জে. কনের্টন নামে একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন বেশ কয়েকজন নারী। তাদের অভিযোগ অনলাইনে পরিচয়ের পর ডেটিংয়ে গিয়ে কনের্টন সে নারীদের তার নিজস্ব প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য উদ্বুদ্ধ করেন।

তবে সেখানেই ঘটনার শেষ নয়, বিনিয়োগের অর্থ কৌশলে তিনি হাতিয়েও নেন। অভিনব এ প্রতারণার ঘটনার পর মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতারণার মামলা করেছে কনের্টনের নামে। অভিযোগে জানানো হয়েছে, তিনি তার সার্জিক্যাল গ্লোভস কোম্পানি ব্যবহার করে এ ঘটনা ঘটান। কনের্টন নামে সে ব্যক্তি ডেটিংয়ে গিয়ে বিশেষ মুহুর্তে নারীদের তার সেফটি টেকনোলজিস এলএলসি নামে প্রতিষ্ঠানের কথা বলতেন। এরপর তিনি জানাতেন তার প্রতিষ্ঠান উন্নতমানের সার্জিক্যাল গ্লোভসের উপাদান তৈরি করেছে, যা কাটা ও পাংচার প্রতিরোধী।

বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এ প্রযুক্তি চাইছে, যা অত্যন্ত ভালো মূল্যে বিকোবে। তবে এজন্য প্রাথমিকভাবে কিছু অর্থ বিনিয়োগ করতে হবে। ডেটিংয়ে সেফটি টেকনোলজিস এলএলসি নামে প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলে তিনি তার নারী সঙ্গীদের কাছ থেকে অর্থ চাইতেন। আর তাদের কাছ থেকে বিভিন্নভাবে তিনি এ অর্থ নিতেন। মোট ছয়জন নারী অভিযোগ করেছেন, তাদের সঙ্গে অনলাইন ডেটিংয়ের পর তারা অর্থ বিনিয়োগ করেছেন। আর তাদের অর্থ পরবর্তীতে তিনি সুকৌশলে প্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলেছেন।

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শুক্রবারের ঘোষণায় জানিয়েছে, সেফটি টেকনোলজিস এলএলসি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা ধরনের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির অনিয়মের কারণে একজন ব্যক্তির নামে অভিযোগ করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে এসইসি বোস্টন অফিসের পরিচালক পল জি. লেভেনসন বলেন, ‘আমরা কানেক্টিকাটের অধিবাসী কনের্টনের নামে অভিযোগ গঠন করেছি। তিনি তার ব্যবসা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে মানুষকে প্রতারিত করেছেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন