News71.com
 Technology
 11 Oct 19, 08:06 PM
 773           
 0
 11 Oct 19, 08:06 PM

বিশেষ ছাড় ও উপহারে চলছে ডিজিটাল আইসিটি ফেয়ার ।।

বিশেষ ছাড় ও উপহারে চলছে ডিজিটাল আইসিটি ফেয়ার ।।

প্রযুক্তি ডেস্কঃ ছুটির দিনে জমে উঠেছে ডিজিটাল আইসিটি মেলা ২০১৯। দেশের অন্যতম বৃহত্তম কম্পিউটার মার্কেট রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এ মেলা। শুক্রবার মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই ক্রেতাদের পদচারণার মুখর হয়ে উঠেছে কম্পিউটার সিটি সেন্টার। মেলা উপলক্ষে মার্কেটের ৭৪৬টি প্রতিষ্ঠান কিছু না কিছু ছাড় ও উপহার দিচ্ছে। বৃহস্পতিবার জাঁকজমকভাবে এ মেলা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সরকারি ছুটিতে মেলায় যেন বাড়তি উত্তেজনা তৈরি করেছে। ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে খুশি মেলায় প্রযুক্তি পণ্যের বিক্রেতারা। মেলায় মিরপুর থেকে ল্যাপটপ কিনতে আসা হোমাইরা আলম বলেন, বেশ কিছুদিন ধরে ল্যাপটপ কেনার কথা ভাবছিলাম। আজ ছুটির দিনে ছাড় ও উপহারের কথা ভেবে মেলায় এসেছি। এসে দারুণ লাগছে। পুরো মার্কেটে শুধু আইটি পণ্য। দেশ এগিয়ে যাচ্ছি এ মেলা দেখে সেটাই মনে হয়। ৫ দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণ করছে মার্কেটের ৭৪৬টি আইটি প্রতিষ্ঠান। বিশ্বের স্বনামধন্য বিভিন্ন আইসিটি ব্র্যান্ড এই মেলায় পৃষ্ঠপোষকতা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন