technology
 07 Oct 19, 10:22 AM
 68             0

গ্রাহককে ২৪ ঘন্টা নজরে রাখবে নতুন ফেসবুক অ্যাপ ।।

গ্রাহককে ২৪ ঘন্টা নজরে রাখবে নতুন ফেসবুক অ্যাপ ।।

প্রযুক্তি ডেস্কঃ অত্যন্ত কাছের বন্ধুদের সঙ্গে বার্তা আদান প্রদানের লক্ষ্যেই বানানো হয়েছে ফেসবুকের নতুন মেসেজিং অ্যাপ থ্রেডস। গ্রাহকের গোপনীয়তা ধরে রাখতে গ্রাহকের কাছ থেকেই অনেক তথ্য চাচ্ছে অ্যাপটি। এই তথ্যগুলোর মাধ্যমে ২৪ ঘন্টা গ্রাহককে নজরদারিতে রাখবে ফেইসবুক। বৃহস্পতিবার ইনস্টাগ্রামের সহযোগী অ্যাপ হিসেবে থ্রেডস-এর ঘোষণা দেয় ফেসবুক। অ্যাপটিতে গ্রাহক শুধু সেসব ব্যক্তির সঙ্গেই বার্তা আদান প্রদান ও স্টেটাস আপডেট পাঠাতে পারবেন যাদেরকে তিনি ‘নিকট বন্ধু’ হিসেবে বাছাই করে রাখবেন। সেবার জন্য গ্রাহকের কাছে বিপুল পরিমাণে ডেটা চাচ্ছে থ্রেডস এবং এর নির্মাতা ফেসবুক। এই তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের ২৪ ঘন্টার অবস্থান, তিনি শরীর চর্চা করছেন কিনা, এমনকি ডিভাইসের ব্যাটারি লেভেল। দুই বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানের ২৭০ কোটি গ্রাহকের ব্যক্তিগত ডেটার ব্যবহার এবং অপব্যবহার নিয়ে বিশ্ব জুড়ে সমালোচনা চলছে। এবারে নতুন এই অ্যাপটির ডেটা সংগ্রহের বিষয়টি নিয়েও সমালোচনার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')