News71.com
 Technology
 18 Sep 19, 12:14 AM
 693           
 0
 18 Sep 19, 12:14 AM

ডিজিটাল সেবা চালু করছে কোটস

ডিজিটাল সেবা চালু করছে কোটস

বিশ্বের শীর্ষ স্থানীয় সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোটস গ্রাহকদের সুবিধার্থে ডিজিটাল সেবা চালু করছে। এতে প্রতিষ্ঠানটি সমন্বিত প্রযুক্তির মাধ্যমে নতুন একটি ব্র্যান্ডের অধীনে সফটওয়ার সল্যুশন সম্পর্কিত সকল সেবা দিতে পারবে। ফলে গ্রাহকরা একইসঙ্গে পোশাক ও জুতাশিল্পের সেবা পাবেন।

১৭ ও ১৮ই সেপ্টেম্বর নিউইয়র্কের পি আই অ্যাপারেলে এবং আগামী ২৫ থেকে ২৮শে সেপ্টেম্বর চীনের সাংহাইয়ের সিসমাতে অনুষ্ঠিতব্য দুটি আর্ন্তজাতিক বাণিজ্য অনুষ্ঠানে কোটস ডিজিটাল তার নতুন ব্র্যান্ড প্রদর্শন করবে।

কোটস ডিজিটাল কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও বিগ ডেটার মতো সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে পোশাক ও জুতাশিল্পে সফটওয়ার সল্যুশন সেবা দিবে। এর মাধ্যমেই বিশ্বব্যাপী কোটস ব্র্যান্ডটির অবদান, বিশ্বাসযোগ্যতা, আস্থা ও অভিজ্ঞতা আরো সুদৃঢ় হবে। গ্রাহকদের সুবিধার্থে সমন্বিত প্রযুক্তির মাধ্যমে একসাথে অনেকগুলো সেবা নিশ্চিত করবে কোটস।

ধারবাহিক অগ্রগতির মাধ্যমে এ শিল্পে জিএসডি, ফাস্টরিঅ্যাক্ট ও থ্রেডসলের মতো প্রতিষ্ঠান তৈরি করেছে কোটস। এগুলো দারুণভাবে সফলও হয়েছে। কোটস ডিজিটালের নেতৃত্ব দেবেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেইথ ফেনার। বিশ্বের শীর্ষ স্থানীয় সফটওয়ার প্রতিষ্ঠান মাইক্রোসফটের মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিজনেস অ্যাপ্লিকেশনের গ্রুপ ডিরেক্টর ছিলেন কেইথ।

এছাড়াও কম্পিউটার অ্যাসোসিয়েটস, সেইজের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতেও কাজ করেছেন তিনি। এই শিল্পে ২০ বছরের বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

কেইথ ফেনার বলেন, ‘সফটওয়্যার সল্যুশনের ক্ষেত্রে একটি চমকপ্রদ নতুন যুগের সূচনা করবে কোটস ডিজিটাল। একইসঙ্গে এ শিল্পের উন্নয়নে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব ভূমিকা রাখবে। আগামীতে আমরা উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের উন্নত ফ্যাশন শিল্পের বিকাশ, টেকসই পণ্য উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে কাজ করবো।’

কোটস ডিজিটালের স্লোগান হচ্ছে‘ট্রান্সফরম উইথ ইনটেলিজেন্স’ বা ‘বুদ্ধিমত্তার মাধ্যমে রুপান্তর’। চিত্র ও লেখা সমন্বয়ে কোটস ডিজিটাল একটি নান্দনিক নতুন লোগো উন্মোচন করেছে। কোটসের সঙ্গে মিল রাখতে লোগোর রঙ নীল রাখা হয়েছে।

পৃথিবীর ৬৫টিরও বেশী দেশে কোটস ডিজিটাল এ শিল্পের উন্নয়নে অবদান রাখছে। প্রতিষ্ঠানটির পাঁচ হাজারেরও বেশি খুচরা বিক্রেতা উৎপাদনকারীসহ এ শিল্প সংশ্লিষ্টদের মাধ্যমে বিশ্বব্যাপী গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন