News71.com
 Technology
 04 Sep 19, 11:16 AM
 672           
 0
 04 Sep 19, 11:16 AM

জানুয়ারিতে আসছে ফাইভ-জি নীতিমালা

জানুয়ারিতে আসছে ফাইভ-জি নীতিমালা

প্রযুক্তি ডেস্কঃ দেশে মোবাইল ব্রডব্যান্ড সেবার সর্বশেষ সংস্করণ দ্রুতগতি সম্পন্ন ফাইভ-জি প্রযুক্তি চালুর উদ্যোগ হিসেবে আগামী বছরের জানুয়ারীর দিকে একটি পূর্ণাঙ্গ নীতিমালা করবে টেলিযোগাযোগ সেবা এবং নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। আজ মঙ্গলবার এ সংক্রান্ত গঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি জানিয়েছেন বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. জাকির হোসেন খাঁন। তিনি বলেন, ফাইভ-জি সেবা চালু করতে পরিকল্পনা ও একটি নীতিমালা প্রণয়নে সরকারের প্রতিনিধি, নিয়ন্ত্রক সংস্থা প্রতিনিধি, অপারেটরগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে কমিশন গত ৪ আগস্ট একটি কমিটি গঠন করে। কমিটি বাংলাদেশে এই প্রযুক্তি চালু করতে একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা (ফাইভ-জির রূপরেখা, সম্ভাব্য তরঙ্গ, তরঙ্গমূল্য এবং বাস্তবায়ন সময়কাল ইত্যাদি) প্রণয়ন করবে। সেইসাথে জানুয়ারি নাগাদ একটি পূর্ণাঙ্গ নীতিমালও তৈরি করবে। সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮ অনুযায়ী ২০২১-২৩ সালের মধ্যে দেশে ফাইভ-জি সেবা চালুর প্রতিশ্রুতি রয়েছে। বাংলাদেশে ১৯৯০ সালে টুজি প্রযুক্তির মোবাইল ফোন সেবা চালুর পর আওয়ামী লীগ সরকারের সময়েই ২০১৩ সালে আসে থ্রিজি। এরপর গত ফেব্রুয়ারিতে চালু হয় ফোরজি সেবা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন