technology
 18 Aug 19, 09:03 PM
 62             0

নয়া সুপার কম্পিউটার 'সিমোর্গ' তৈরি করছে ইরান॥

নয়া সুপার কম্পিউটার 'সিমোর্গ' তৈরি করছে ইরান॥

প্রযুক্তি ডেস্কঃ নয়া সুপার কম্পিউটার তৈরি করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এই কম্পিউটারের নাম দেওয়া হয়েছে 'সিমোর্গ'। ইরানের প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের নয়া সুপার কম্পিউটার আগের সুপার কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আগামী বছরের মধ্যেই এই সুপার কম্পিউটার উন্মোচন করা হবে। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাড়ানোসহ ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সহযোগিতা করবে। ২০১৮ সালে ইরান বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদনে পশ্চিম এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১৬তম স্থান অর্জন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')