News71.com
 Technology
 11 Aug 19, 01:07 PM
 653           
 0
 11 Aug 19, 01:07 PM

'ক্রিস্পার' বিপ্লবে পিছিয়ে নেই বাংলাদেশ।।

'ক্রিস্পার' বিপ্লবে পিছিয়ে নেই বাংলাদেশ।।

প্রযুক্তি ডেস্কঃ প্রাণির ডিএনএ কাটাছেঁড়া করতে বিজ্ঞানীদের মাঝে ক্রিস্পার একটি অত্যাধুনিক ও অত্যন্ত জনপ্রিয় একটি প্রযুক্তি। প্রায় সাত বছর আগে এটি নতুন একটি জিন সম্পাদনা-প্রযুক্তি হিসেবে আবির্ভূত হয়। সেই থেকে এই প্রযুক্তি কাজে লাগিয়ে আমেরিকা, চীন, এবং এশিয়া ও ইউরোপের উন্নত দেশগুলো চিকিৎসা, কৃষি, শিল্প এবং জীববিজ্ঞানের প্রযুক্তিগত নতুন নতুন আবিষ্কারে মত্ত হয়েছে। এটিই 'ক্রিসস্পার বিপ্লব' নামে পরিচিতি পেয়েছে।

 

ওয়াশিংটন ডিসি এলাকায় বসবাসরত এবং যুক্তরাষ্ট্রের একটি জৈব-স্বাস্থ্য গবেষণাগারে বিজ্ঞানী হিসেবে কর্মরত ড. আশরাফ আহমেদ নিজের অনুভূতি ব্যক্তকালে বলেন, ‘মাত্র ২৮টি দেশের সাথে 'বাংলাদেশ' নামটি দেখে আমার দুর্বল হৃদপিন্ডটি প্রবল ভাবে নেচে উঠলো! ক্রিস্পার প্রযুক্তি প্রয়োগে নতুন কিছু আবিষ্কার করে ২০১৮ সাল পর্যন্ত এই দেশগুলো ২০০০ পেটেন্ট বা মেধাস্বত্ব স্বীকৃতির জন্য দরখাস্ত করেছে। আমাদের নিকটবর্তী দেশ থাইল্যান্ডের নাম থাকলেও দক্ষিণ এশিয়ার আর কোনো দেশের নাম এতে নেই। মেধাস্বত্ব পাক বা না পাক, বাংলাদেশ যে এই অত্যাধুনিক প্রযুক্তিটি ইতোমধ্যেই নিজস্ব প্রয়োজনে কাজে লাগাচ্ছে, আমার কাছে সেটিই উৎসাহব্যঞ্জক মনে হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন