News71.com
 Technology
 04 Aug 19, 07:02 PM
 699           
 0
 04 Aug 19, 07:02 PM

ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের নামের সাথে যুক্ত হচ্ছে ফেসবুক॥

ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের নামের সাথে যুক্ত হচ্ছে ফেসবুক॥

প্রযুক্তি ডেস্কঃ নিজেদের মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং সেবা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের নাম পরিবর্তনের পরিকল্পনা এঁটেছে ফেসবুক। নতুন এ উদ্যোগের আওতায় ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের নতুন নাম হবে যথাক্রমে ‘ইনস্টাগ্রাম ফ্রম ফেসবুক’ এবং ‘হোয়াটসঅ্যাপ ফ্রম ফেসবুক’। অর্থাৎ দুটি অ্যাপের নামের পরে যুক্ত করা হবে ‘ফ্রম ফেসবুক’। অ্যাপস্টোরের পাশাপাশি গুগল প্লেস্টোরে এই নামেই পাওয়া যাবে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সব সংস্করণ। নাম পরিবর্তনের ফলে যে কেউ সহজেই অ্যাপ দুটিকে ফেসবুক পরিবারের বলে শনাক্ত করতে পারবে।


ফেসবুকের মুখপাত্র জানান, ফেসবুকের সব সেবা ও পণ্য সম্পর্কে সবাইকে স্পষ্ট ধারণা দিতেই এ উদ্যোগ। সব কিছু ঠিক থাকলে শিগগিরই নাম পরিবর্তন করা হবে। সম্প্রতি এক ঘোষণায় ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের বার্তা বিনিময় সেবা একই পদ্ধতিতে পরিচালনা করা হবে। ফলে যেকোনো একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে বার্তা পাঠানো যাবে। শুধু তা-ই নয়, সেই বার্তার উত্তরও মিলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন