News71.com
 Technology
 27 May 16, 10:44 AM
 1069           
 0
 27 May 16, 10:44 AM

ফেসবুক'কে পিছনে ফেলে বিশ্বে জনপ্রিয়তায় শীর্ষে উঠে এসেছে হোয়াটসঅ্যাপ....

ফেসবুক'কে পিছনে ফেলে বিশ্বে জনপ্রিয়তায় শীর্ষে উঠে এসেছে হোয়াটসঅ্যাপ....

নিউজ ডেস্কঃ ফেসবুক মেসেঞ্জার, ভাইবার, ইমো, উইচ্যাট বা টেলিগ্রামকে পেছনে ফেলে বিশ্বে এক নম্বর মেসেজিং অ্যাপ এখন হোয়াটসঅ্যাপ। পৃথিবীর প্রায় ১০৯ টি দেশের ১০০ কোটি মানুষ দৈনিক এই মেসেজিং অ্যাপের মাধ্যমে নিজেদের ভার্চুয়াল কথোপকথন মেটান। সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বের প্রায় ৫৫ দশমিক ৬ শতাংশ মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

ব্রাজিল, মেক্সিকো, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, রাশিয়া এবং এশিয়ার এক বিরাট অংশের মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপের পর দ্বিতীয় স্থানে রয়েছে ফেসবুক মেসেঞ্জার। বিশ্বের ৪০ টি দেশে ব্যবহার করা হয় এই মেসেজিং অ্যাপ।

২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, ভাইবার মেসেজিং অ্যাপ বিশ্বের তৃতীয় মেসেজিং অ্যাপ। তবে চীন, ইরাক এবং জাপানের মতো দেশগুলিতে লাইন, উইচ্যাট এবং টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপ বেশি ব্যবহার করা হয়।

বিবিএম মেসেঞ্জারের ব্যবহার সবচেয়ে কম। সমীক্ষা বলছে, কেবল একটি দেশে বিবিএম মেসেঞ্জার অধিক ব্যবহৃত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন