News71.com
 Technology
 28 Jun 19, 08:43 PM
 651           
 0
 28 Jun 19, 08:43 PM

অ্যাপল ছাড়ছেন আইফোন ডিজাইনার॥ নিজেই গড়বেন নতুন প্রতিষ্ঠান

অ্যাপল ছাড়ছেন আইফোন ডিজাইনার॥ নিজেই গড়বেন নতুন প্রতিষ্ঠান

প্রযুক্তি ডেস্কঃ ব্রিটিশ নাগরিক স্যার জনি আইভ দু'দশকের বেশি সময় ধরে অ্যাপলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কম্পানিতে পরিণত করতে কাজ করে গেছেন। সেই অ্যাপল ছেড়ে এবার নিজেই একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সময় ব্যয় করবেন তিনি।আইম্যাক, আইপড ও আইফোনের ডিজাইনার স্যার জনাথন (জনি আইভ) এ বছরের শেষের দিকেই অ্যাপল ছাড়বেন।তিনি মূলত লাভফ্রম নামে একটি ক্রিয়েটিভ ফার্মের কাজ শুরু করবেন। মজার ব্যাপার হলো এই ফার্মটির প্রথম গ্রাহক হতে যাচ্ছে অ্যাপল নিজেই। অ্যাপল বস টিম কুক বলেছেন, অ্যাপল পুনরুজ্জীবনে তার ভূমিকা অতুলনীয়। কিন্তু জনি আইভের যাওয়ার খবরটা এমন সময় এলো যখন টেক জায়ান্ট অ্যাপলে কিছু বড় পরিবর্তন হতে যাচ্ছিলো।রিটেইল প্রধান অ্যাঞ্জেলা আহরেনডটস এপ্রিলেই কম্পানি ছেড়েছেন আবার বিনিয়োগকারীদের মধ্যেও আইফোন বিক্রি কমে যাওয়া নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।স্যার জনাথন এক বিবৃতিতে জানিয়েছেন, ত্রিশ বছর ধরে অসংখ্য প্রজেক্ট নিয়ে কাজ করার পর একটি চমৎকার ডিজাইনের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত।

ওদিকে তার নতুন ফার্ম লাভফ্রম সম্পর্কে এখনো তেমন কিছু বিস্তারিত জানানো হয়নি। তবে ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিশেষ প্রযুক্তি নিয়ে কাজ করবে বলে জানা যাচ্ছে।একটি সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে অ্যাপল থেকে নিজের বিদায়ের খবর দিয়েছেন স্যার জন আইভ।সেখানে তিনি বলেছেন অ্যাপলে তার সহকর্মী মার্ক নিউসনও তার সাথে যোগ দিতে যাচ্ছেন। নতুন প্রতিষ্ঠান তার ডিজাইনের বাইরেও অনেক কিছু নিয়ে কাজ করবেন বলে বলেছেন তিনি। স্যার জনাথন ১৯৯৬ সালে অ্যাপল ডিজাইন স্টুডিরও প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন। তখন কম্পানির অবস্থা ছিলো খারাপ এবং রীতিমত কর্মী ছাঁটাই চলছিলো।১৯৯৮ সালে তার ডিজাইন করা আইম্যাক দিয়েই সুদিনের পথে যাত্রা শুরু করে অ্যাপল। ২০০১ এ আইপড নিয়ে আসেন তিনি এবং সেটিতেও রমরমা ব্যবসা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন