News71.com
 Technology
 09 Jun 19, 08:06 PM
 695           
 0
 09 Jun 19, 08:06 PM

এআই নিয়ে পেটেন্টের সংখায় তৃতীয় স্থানে রয়েছে টেক জায়ান্ট স্যামসাং॥

এআই নিয়ে পেটেন্টের সংখায় তৃতীয় স্থানে রয়েছে টেক জায়ান্ট স্যামসাং॥

প্রযুক্তি ডেস্কঃ বছরে বছরে বেড়ে চলেছে এআইবিষয়ক পেটেন্টের সংখ্যা। আর, কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক পেটেন্টের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে স্যামসাং। এর আগে রয়েছে মাইক্রোসফট এবং আইবিএম।জার্মান গবেষণা প্রতিষ্ঠান আইপিলিটিকস-এর তথ্যমতে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত এআই বিষয়ে মাইক্রোসফটের পেটেন্ট সংখ্যা ১৮৩৬৩টি এবং আইবিএম-এর পেটেন্ট সংখ্যা ১৫০৪৬টি। আর তৃতীয় স্থানে থাকা স্যামসাংয়ের এআই পেটেন্ট ১১২৪৩টি-- খবর আইএএনএস-এর।

এই খাতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের পাঁচটিই মার্কিন প্রতিষ্ঠান, দুইটি জাপানের এবং একটি করে দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও জার্মানির।২০০৮ সালে ২২৯১৩ এআই পেটেন্ট থেকে ২০১৮ সালে এআই পেটেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০৮৫টি। ধারণা করা হচ্ছে, বিভিন্ন খাতে এক সময় এআইয়ের মাধ্যমেই মানব বুদ্ধিমত্তাকে মেশিনে ব্যবহার করা হবে।নতুন আয়ের পথ প্রসারিত করতে এআই প্রযুক্তির উদ্ভাবন ত্বরান্বিত করার লক্ষ্যেই এগোচ্ছে স্যামসাং। স্মার্টফোনে বিভিন্ন ধরনের এআই অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্যে এর ব্যবহার নিয়ে বিভিন্ন দেশে প্রতিষ্ঠানের এআই ল্যাবে গবেষণা চালাচ্ছে স্যামসাং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন