News71.com
 Technology
 20 May 19, 12:54 PM
 535           
 0
 20 May 19, 12:54 PM

আসুস নিয়ে এলো জেনফোন ৬, থাকছে অত্যাধুনিক মোটরযুক্ত ক্যামেরা॥

আসুস নিয়ে এলো জেনফোন ৬, থাকছে অত্যাধুনিক মোটরযুক্ত ক্যামেরা॥

প্রযুক্তি ডেস্কঃ ওয়ানপ্লাস ৭ আর শাওমি এমআই ৯ এর সাথে বাজার দখলের লড়াইয়ে আসুস নিয়ে এলো তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন জেনফোন ৬। খুব সুন্দর ডিজাইন এবং ভালো পারফর্মেন্স কে লক্ষ্যে রেখে আসুস বাজারে নিয়ে এলো এই নতুন ফোন। মোবাইল ফোনের বাজার দখলের লড়াইয়ে আসুস এবার আটঘাট বেধেই নেমেছে, নতুন এই জেনফোন৬ এর বাজার মূল্য তাই তারা নির্ধারন করেছে মাত্র ৪৯৯ ডলার বা প্রায় ৪১৫০০ টাকা।আসুন জেনে নিই কি কি থাকছে এই নতুন মোবাইলে এবং কেমন হবে এর পারফর্মেন্স বর্তমান সময়ের অন্যান্য ব্র্যান্ডের মতো বাজারের চাহিদার কথা মাথায় রেখে আসুসও নচবিহীন ডিসপ্লে নিয়ে কাজ করে যাচ্ছে , এবং এই জেনফোন ৬ এ আসুস দিয়েছে সম্পূর্ণ নচহীন ডিসপ্লে। এই ফোনে আরো আছে গরিলা গ্লাস ৬ দ্বারা প্রোটেক্টেড ৬.৪ ইঞ্চির এজ টু এজ এলসিডি ডিসপ্লে, এক্সট্রা টল ১৯.৫:৯ রেশিওর ডিসপ্লেতে রয়েছে ৯২% স্ক্রিন টু বডি রেশিও। যা সমমানের মোবাইল গ্যালাক্সি এস ১০ প্লাস থকে তুলনামূলক ভালো কারন গ্যালাক্সি এস ১০ প্লাসে রয়েছে ১৯:৯ ডিসপ্লে যার স্ক্রিন টু বডি রেশিও হলো ৮৮.৯%।

আসুস জেনফোন ৬ এর পিছনে রয়েছে দুটি মটরযুক্ত ক্যামেরা এবং যখন দরকার হয় এই ক্যামেরা দুটি ১৮০ ডিগ্রী কোনে ঘুরে সামনের ক্যামেরা হিসেবেও কাজ করে। আসুস জানিয়েছে এই মটর যুক্ত ক্যামেরা টি প্রায় ১০০০০০ বার ঘুরতে এবং ঘুরে আবার পুনরায় আগের যায়গায় আসতে সক্ষম যা ৫ বছর প্রতিদিন ২৮ বার করে ব্যবহার করা যাবে। এছাড়াও এতে বিভিন্ন ধরনের সেন্সর রয়েছে যা এই ঘুর্ননকে নিয়ন্ত্রন করতে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এমন সেন্সর ও ব্যবহার করা হয়েছে যে, যদি কখনো দুর্ঘটনাবসত ফোনটি পড়েও যায় তাহলে ঐ সেন্সর ক্যামেরাগুলোকে নিজ থেকে বন্ধ করে দিবে যেন কোন ক্ষতি না হয়। আসুস জেনফোন ৬ এ রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা আর একটি ১৩ ম্যাগাপিক্সেল ক্যামেরা সাথে রয়েছে আল্ট্রা ওয়াইড কোন বিশিষ্ট লেন্স। জেনফোন ৬ দ্বারা যখন ছবি তোলা হবে তখন এটা ৪টা পিক্সেলকে একটা পিক্সেলে রুপান্তর করবে এবং ১২ মেগাপিক্সেলের ছবি তৈরি করবে । যদিও ৪৮ মেগাপিক্সেল ছবিও তোলা যাবে নতুন এই ফোনটি দ্বারা তবে তখন এটা ক্যামেরার এইচডিআরপ্লাস ফিচারটিকে বন্ধ করে দিবে। এছাড়াও এই মোবাইলের ক্যামেরা দ্বারা ৪কে রেজুলিউশানের ভিডিও তৈরি করা যাবে যা হবে ৬০ ফ্রেম প্রতিসেকেন্ড এবং ইলেক্ট্রনিক ইমেজ স্টেবলাইজেশান (ইআইএস) ক্ষমতা সম্পন্ন। এছাড়াও সম্পূর্ণ হাই ডেফিনিশান স্লো মোশান ভিডিওর ক্ষেত্রে ২৪০ ফ্রেম প্রতিসেকেন্ড ও ১২০ ফ্রেম প্রতিসেকন্ড সুবিধাও আছে মোবাইলটিতে আর শুধু হাই ডেফিনিশান স্লো মোড এর ক্ষেত্রে ফ্রেম ক্ষমতা হলো ৪৮০ ফ্রেম প্রতিসেকেন্ড। লো লাইট বা স্বল্প আলোর ছবির ক্ষেত্রে ফোনটিতে দেয়া হয়েছে সুপার নাইট মোড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন