News71.com
 Technology
 17 Mar 19, 01:40 PM
 653           
 0
 17 Mar 19, 01:40 PM

জলের দরে বাজারে আসছে Xiaomi-র প্রথম ফোল্ডেবল ফোন॥  

জলের দরে বাজারে আসছে Xiaomi-র প্রথম ফোল্ডেবল ফোন॥   

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সব থেকে সস্তা ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে শাওমি। সূত্রের খবর, চলতি বছরের জুনের মধ্যেই এই ফোন বাজারে আনতে চলেছে তারা। দাম হতে পারে ৯৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৭০,০০০ টাকার কিছু বেশি। চলতি বছর CES-এর পর থেকেই জমজমাট হয়ে উঠেছে ফোল্ডেবল স্মার্টফোনের বাজার। একে একে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং ও হুয়েয়ি। ফাঁস হওয়া তথ্য অনুসারে, Xiaomi-র ফোনটি হবে ডাবল ফোল্ডেড। অর্থাত্ ফোনটির দুপাশে থাকবে ২টি কবজা। ইতিমধ্যে ফোনটির একটি প্রাথমিক রূপের ছবি প্রকাশ করেছে শাওমি। জানা গিয়েছে, নতুন ওই ফোনের জন্য MIUI ইন্টারফেস তৈরির কাজ চালাচ্ছে শাওমি। সূত্রের খবর, ফোনটি ৯৯৯ মার্কিন ডলার দামে লঞ্চ করতে পারে তারা। ফোনটিতে থাকতে পারে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট ও ১০ জিবি RAM ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন