News71.com
 Technology
 06 Mar 19, 05:22 AM
 782           
 0
 06 Mar 19, 05:22 AM

ফেসবুকের মেসেঞ্জারে চালু হচ্ছে ডার্ক মোড॥

ফেসবুকের মেসেঞ্জারে চালু হচ্ছে ডার্ক মোড॥

প্রযুক্তি ডেস্কঃ অনেক পরীক্ষা-নিরীক্ষার পর ফেসবুকে এবার এল ডার্ক মোড। চমকে দেওয়া এই নতুন মোডে রাতের অন্ধকারেও দিব্যি চ্যাট করা যাবে। ফিচারটি উন্নয়নে কাজ চলমান অবস্থায়ই অ্যান্ড্রয়েড এবং আইওএস সংস্করণের জন্য মোডটি চালু করা হয়েছে। বাংলাদেশের বেশকিছু ব্যবহারকারী ফিচারটি পেয়েছেন। আসুন জেনে নিই কীভাবে পাওয়া যাবে এই ডার্ক মোড ফিচারটিঃ ডার্ক মোড চালু করতে হলে সবার আগে মেসেঞ্জার অ্যাপ আপডেট করতে হবে। এরপর মেসেঞ্জারে গিয়ে যেকোনো একটি চ্যাটে ক্লিক করতে হবে। সেখানে মেসেজ লেখার জায়গায় পাঠাতে হবে একটি অর্ধেক চাঁদের ইমোজি। সেটি পাঠানো হলেই মেসেঞ্জারের উপর থেকে ঝাঁকে ঝাঁকে অ্যানিমেটেড চাঁদ নেমে আসবে। তারপরেই অপশন আসবে সেটিংসে গিয়ে এই ডার্ক মোডটি চালু করার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন