News71.com
 Technology
 26 Feb 19, 06:18 AM
 734           
 0
 26 Feb 19, 06:18 AM

শুধুমাত্র এলিটদের কোম্পানি হিসেবে আর পরিচিতি পেতে চায় না টেক-জায়ান্ট অ্যাপল॥  

শুধুমাত্র এলিটদের কোম্পানি হিসেবে আর পরিচিতি পেতে চায় না টেক-জায়ান্ট অ্যাপল॥   

প্রযুক্তি ডেস্কঃ শুধুমাত্র এলিটদের কোম্পানি হিসেবে আর পরিচিতি পেতে চায় না বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার জেফ উইলিয়ামস সম্প্রতি এ কথা বলেছেন। জানা গেছে, আইফোনের উচ্চদামের কারণে এলিটদের কোম্পানি হিসেবে পরিচিত ছিল অ্যাপল। কিন্তু এখন আর তেমনটি চাচ্ছে না তারা। এজন্য ইতোমধ্যে আইফোনের দাম কমানোর প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বিষয়টি সম্পর্কে জেফ উইলিয়ামস জানান, আইফোনের বেশি দাম হওয়ার কারণে আমরা সবার কাছে পৌঁছাতে পারিনি। তবে এখন অ্যাপল হবে সবার ব্র্যান্ড, এটা আর এলিটদের ব্র্যান্ড হিসেবে থাকবে না। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় এলোন ইউনিভার্সিটিতে বক্তৃতা দেয়ার সময় উইলিয়ামস জানান, তিনি আইফোন এবং ম্যাকের দাম সম্পর্কে জানেন। তিনি বলেন, এ সম্পর্কে আমরা খুবই সচেতন। আমরা আর এলিটদের কোম্পানি হিসেবে থাকতে চাই না। উইলিয়ামস আরও বলেন, আমরা সবার কোম্পানি হতে চাই। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং দ্রুতই এগুলো বাস্তবায়ন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন