News71.com
 Technology
 06 Feb 19, 03:11 PM
 665           
 0
 06 Feb 19, 03:11 PM

গুগল নিয়ে এলো নতুন ফিচার॥পাসওয়ার্ড হ্যাক হলে জানাবে ক্রোম এক্সটেনশনস  

গুগল নিয়ে এলো নতুন ফিচার॥পাসওয়ার্ড হ্যাক হলে জানাবে ক্রোম এক্সটেনশনস   

প্রযুক্তি ডেস্কঃ টেক জায়ান্ট গুগল ক্রোমে একটা এক্সটেনশন যুক্ত করেছে। এর নাম পাসওয়ার্ড চেকআপ। আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা তা স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে নতুন এই এক্সটেনশন। জানা গেছে, গ্রাহকদের গুগল অ্যাকাউন্টসকে সুরক্ষা দিতেই এমন ফিচার চালু করেছে গুগল। এই ফিচার ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবেন। নতুন এক্সটেনশন সম্পর্কে গুগল এক অফিসিয়াল পোস্টে জানায়, তৃতীয় পক্ষের কাছে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড উন্মোচিত হয়ে গেলে পাসওয়ার্ড চেকআপ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড রিসেট করবে। এতে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি কম। এছাড়া কোনও সময় আপনার পাসওয়ার্ড হ্যাকের তথ্য পেলে সঙ্গে সঙ্গেই আপনাকে সতর্ক করবে পাসওয়ার্ড চেকআপ। এতে আপনাকে তাৎক্ষণিকভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতেও বলা হবে।

যেভাবে ব্যবহার করবেন পাসওয়ার্ড চেকআপ:- প্রথমেই আপনার ক্রোমে পাসওয়ার্ড চেকআপ ক্রোম এক্সটেনশনস ইনস্টল করুন। এরপর আপনার ব্রাউজার বারে পাসওয়ার্ড চেকআপের আইকন আসবে। এটাতে সাইন-ইন করলেই আপনাকে সংকেত দেওয়া শুরু করবে ফিচারটি। কোনও সময় সতর্কতা পেলেই সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করুন। এতে আপনার অ্যাকাউন্টটিকে হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন