News71.com
 Technology
 30 Jan 19, 04:58 PM
 695           
 0
 30 Jan 19, 04:58 PM

ক্রেতা টানতে আইফোনের দাম কমাবে অ্যাপল॥

ক্রেতা টানতে আইফোনের দাম কমাবে অ্যাপল॥

প্রযুক্তি ডেস্কঃ বেশকিছু দিন ধরে আইফোন বিক্রিতে মন্দাভাব চলছে। এটা কাটিয়ে উঠতে আইফোনের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। জানা গেছে, গত তিন মাসে আইফোন থেকে অ্যাপলের মুনাফা ১৫ শতাংশ কমেছে। এ কারণে প্রতিষ্ঠানটির বার্ষিক রাজস্ব আয় কমেছে ৫ শতাংশ। মুনাফা কমে যাওয়ায় অ্যাপলে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রতিষ্ঠানটি বলছে, চীন আইফোন নিষিদ্ধ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে টিম কুক বলেছেন, দাম অনেক বেশি হওয়ায় আইফোন কিনতে হিমশিম খাচ্ছে গ্রাহকরা। এ কারণে এ মাস থেকে আইফোনের নতুন দাম নির্ধারণে কাজ শুরু করেছে অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপলের প্রধান নির্বাহী কুক বলেন, আমরা জানুয়ারি মাস-জুড়ে এমন সব জায়গা চিহ্নিত করেছি যেখানে দামের কারণে আইফোন ক্রয়-বিক্রয়ে প্রভাব পড়েছে। এসব জায়গাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে অ্যাপলের অন্য নির্বাহীরা বলছেন, এ ধরনের পদক্ষেপ নিলেও অ্যাপলের জটিলতা কমবে না। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সামনে আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন তারা।প্রসঙ্গত, ২০১৮ সালে চীনে অ্যাপলের মার্কেট শেয়ার ছিল ৫ শতাংশেরও কম। অন্যদিকে হুয়াওয়ে ও অ্যাপলের শেয়ার ১৫ শতাংশেরও বেশি ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন