News71.com
 Technology
 14 Jan 16, 06:11 AM
 1483           
 0
 14 Jan 16, 06:11 AM

সুন্দর সেলফি তোলার জন্য বাজারে এসেছে মাইক্রোসফটের নতুন সেলফি অ্যাপ

সুন্দর সেলফি তোলার জন্য বাজারে এসেছে মাইক্রোসফটের নতুন সেলফি অ্যাপ
সেলফিকে সুন্দর, ঝকঝকে-তকতকে ও ব্লো-হট করে তুলতে মাইক্রোসফট বাজারে নিয়ে এসেছে নতুন 'সেলফি অ্যাপ'। এটি ছবিকে আরও বেশি উজ্জ্বল ও আকর্ষক করে তুলবে। ‘জিয়াওমি’ স্মার্টফোনের ‘বিউটি’ অপশনে এই সুবিধা পাওয়া যায়। মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবেই আলো ও ফোকাল লেন্থ কতটা হলে ছবিটা ভাল হবে সেটা ঠিক করে নেবে। এছাড়া ছবির গুণাগত মান বজায় রেখে মুখের অবাঞ্ছিত দাগ বা ত্রুটি-বিচ্যুতিগুলোকেও মুছে দেবে। এতে আপনার বয়সকেও কম দেখাবে। ইচ্ছা মতো সেলফিকে আরও ঝকঝকে করে তুলতে মোবাইল স্ক্রিনেই রয়েছে স্লাইডার। যার দ্বারা সেলফিকে আরও বেশি রঙীন ও ঝকঝকে করে তোলা যাবে। আশপাশের আওয়াজও তাতে ইচ্ছা মতো কমানো যাবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড, অ্যাপল এবং মাইক্রোসফট অপারেটিং সিস্টেমে ব্যবহারযোগ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন