News71.com
 Technology
 05 Dec 18, 04:31 AM
 724           
 0
 05 Dec 18, 04:31 AM

কমিউনিটি গ্রুপ বিক্রি নিষিদ্ধ করলো ফেসবুক

কমিউনিটি গ্রুপ বিক্রি নিষিদ্ধ করলো ফেসবুক

প্রযুক্তি ডেস্কঃ কমিউনিটি গ্রুপের বিক্রি নিষিদ্ধ করলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। একই সঙ্গে এসব গ্রুপের অ্যাডমিন স্বত্বও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে গ্রুপ বেচাকেনার সঙ্গে জড়িত আইডি বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয় ফেসবুকের পক্ষ থেকে। ফেসবুক এ ধরনের কর্মকাণ্ডকে কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়মের বরখেলাপ এবং স্প্যাম বলছে, যদিও গ্রুপ বিক্রি সংক্রান্ত পরিষ্কার কোনো বিধিনিষেধ নিয়মে নেই। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ফেসবুক প্ল্যাটফর্মের কোনো সাইট বিক্রি আমরা সমর্থন করি না। এর মধ্যে অ্যাডমিন দায়িত্ব বিক্রি এবং তৃতীয় পক্ষের কোনো বিজ্ঞাপন পেইজ বা গ্রুপের কোনো স্থানে প্রদর্শনও এর আওতাভুক্ত।


ফেসবুক আরও জানায়, গত নভেম্বরে যেসব আইডি সম্পর্কে বিবিসি আমাদের কাছে রিপোর্ট করেছে আমরা সেগুলো বন্ধ করে দিয়েছি। আমরা কমিউনিটির সদস্যদের কাছে আহ্বান জানাই এ ধরনের বিষয় জানা থাকলে আমাদের কাছে রিপোর্ট করার জন্য যেন আমরা তড়িৎ ব্যবস্থা নিয়ে সেসব আইডি বন্ধ করে দিতে পারি। সাধারণত কমিউনিটি গ্রুপগুলো ফেসবুকের সদস্যরা স্থানীয়পর্যায়ে স্বেচ্ছা উদ্যোগে খুলে থাকেন। এসব গ্রুপ স্থানীয় বিষয়, আসন্ন অনুষ্ঠান বা দিবস এবং জিনিসপত্র কেনা বা বিক্রি করার কাজে ব্যবহৃত হয়। এদিকে, পেইজ সংক্রান্ত কিছু তথ্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে ফেসবুক। আগামী ১২ ডিসেম্বর থেকে ফেসবুকের কোন পেইজ কোন তারিখে খোলা হয়েছিল এবং কোন দেশ থেকে তা পরিচালিত হয় সেসব তথ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের আইডিতে দেওয়া নোটিফিকেশনের মাধ্যমে এ বিষয়ে জানায় ফেসবুক। সেই নোটিফিকেশনে বলা হয়, পেইজগুলোকে ব্যবহারকারীদের কাছে আরও স্বচ্ছ করে তুলতে এবং সেগুলো সম্পর্কে ব্যবহারকারীদের জানাতে পেইজের ইনফো এবং অ্যাডস সেকশনে থাকা এসব তথ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন