News71.com
 Technology
 13 May 16, 11:23 AM
 895           
 0
 13 May 16, 11:23 AM

সৌরজগতের বাইরে ১২০০'র বেশী নতুন গ্রহের সন্ধান........

সৌরজগতের বাইরে ১২০০'র বেশী নতুন গ্রহের সন্ধান........

নিউজ ডেস্ক : সৌরজগতের বাইরে ১২০০-র বেশি নতুন গ্রহের সন্ধান পাওয়াগেছে । মহাকাশে নজর রাখা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র কেপলার টেলিস্কোপ বিষয়টি আবিস্কৃার করেছে । কেপলারের নজরে ধরা পড়েছে সৌরজগতের বাইরে ১২৮৪টি গ্রহ, যার মধ্যে অন্তত ১০০টির আয়তন পৃথিবীর মতো। এই একশটি গ্রহের বেশিরভাগই পাথুরে, গ্যাসীয় নয়। পাথুরে গ্রহে প্রাণ খুঁজে পাওয়ার সম্ভাবনাও বেশি। আরও ২ বছর চলার মতো জ্বালানি মজুত আছে কেপলারের। ফলে আগামী দিনে কেপলারের কাছ থেকে আরও বড় চমকের অপেক্ষায় বিজ্ঞানীরা।

নাসা-র প্রধান বিজ্ঞানী এলেন স্টোফান বলেছেন, এই আবিষ্কার আমাদের আশা দিল যে, কোথাও না কোথাও আমাদের মতোই সূর্য রয়েছে।আমরা আর একটা পৃথিবী খুঁজে পেতে পারি। ২০০৯-এ মহাকাশে পাড়ি দিয়েছিল কেপলার। নাসা এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৫০০০ গ্রহ সদৃশ খুঁজে পাওয়া গিয়েছে। ৩,২০০ টি যাচাই করে দেখা হয়েছে। এরমধ্যে ২,৩২৫ টিরই হদিশ দিয়েছে কেপলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন