News71.com
 Technology
 17 Nov 18, 12:26 PM
 738           
 0
 17 Nov 18, 12:26 PM

মার্ক জাকারবার্গের পদত্যাগ চান ফেসবুকে বিনিয়োগকারীরা  

মার্ক জাকারবার্গের পদত্যাগ চান ফেসবুকে বিনিয়োগকারীরা   

প্রযুক্তি ডেস্কঃ ফেসবুকের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের পদত্যাগ দাবি করেছেন প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা। এক অনুসন্ধানে বের হয়ে আসে, রিপাবলিকান দল পরিচালিত একটি রাজনৈতিক পরামর্শক ও পিআর (পাবলিক রিলেশনস) প্রতিষ্ঠান ভাড়া করেছে ফেসবুক। এই খবরের পর বিনিয়োগকারীরা জাকারবার্গকে পদত্যাগের জন্য আরও বেশি চাপ দিতে থাকেন। জানা গেছে, ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাস ক্রন ফেসবুকের একটি বড় অংশীদারের মালিক। তিনি মার্ক জাকারবার্গের পদত্যাগ চান।

ক্রনের ভাষায়, ফেসবুক কোনও প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না। তাদের মনে রাখতে হবে, এটা একটি প্রতিষ্ঠান এবং এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলাদা ব্যক্তি হওয়া প্রয়োজন। বলা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর দোষ খুঁজে বের করতেই একটি প্রতিষ্ঠান ভাড়া করে ফেসবুক। বিষয়টি জানতেন বলে এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন জাকারবার্গ। তিনি বলেন, বিষয়টি জানার পর আমার টিমের সঙ্গে কথা বলেছি। আমরা আর এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি না। জাকারবার্গের এমন বক্তব্যের পরও তার পদত্যাগ চাচ্ছেন ফেসবুকে অনেক বিনিয়োগকারী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন