News71.com
 Technology
 11 Oct 18, 05:22 AM
 806           
 0
 11 Oct 18, 05:22 AM

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অবস্থান সম্পর্কিত সকল তথ্য পাবে ফেসবুক

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অবস্থান সম্পর্কিত সকল তথ্য পাবে ফেসবুক

প্রযুক্তি ডেস্কঃ ব্যবহারকারীদের অবস্থানের সব তথ্য সরাসরি ফেসবুককে দেবে ইনস্টাগ্রাম। এমনকি অ্যাপ চালু না থাকলেও জিপিএসের মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য সংগ্রহ করবে তারা। গত মাসের শেষ দিকে হঠাৎ করেই পদত্যাগ করেন ইনস্টাগ্রামের দুই সহপ্রতিষ্ঠাতা। তখন থেকেই ছবি বিনিময়ের অ্যাপটির কার্যক্রমে পরিবর্তন হতে যাচ্ছে বলে গুঞ্জন রটে। প্রযুক্তিপ্রেমীদের শঙ্কাই সত্য হলো-নিজেদের প্রাইভেসি সেটিংস অপশনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ফেসবুকের মালিকানাধীন অ্যাপটি। নতুন এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য সরাসরি ফেসবুককে দেবে ইনস্টাগ্রাম। এমনকি অ্যাপ চালু না থাকলেও জিপিএসের মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য সংগ্রহ করবে তারা। আর এ তথ্য কাজে লাগিয়ে ব্যবহারকারীদের উপযোগী বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করবে ফেসবুক। এরই মধ্যে লোকেটিং শেয়ারিং নামের নতুন টুলের কার্যকারিতা পরীক্ষাও করছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন