News71.com
 Technology
 02 Aug 18, 06:27 AM
 885           
 0
 02 Aug 18, 06:27 AM

এবার থেকে গান শুনিয়ে ঘুম ভাঙ্গাবে "গুগল ক্লক"  

এবার থেকে গান শুনিয়ে ঘুম ভাঙ্গাবে

প্রযুক্তি ডেস্ক: গুগল ক্লক অ্যাপে সংযুক্ত হচ্ছে মিউজিক স্ট্রিমিং সেবা স্পটিফাই। নতুন এই ফিচারের মাধ্যমে স্পটিফাই গ্রাহকদের তাদের পছন্দের প্লেলিস্ট এবং গান শুনিয়ে ঘুম ভাঙ্গাবে গুগল ক্লক। এক ব্লগ পোস্টে গুগলের পিক্সেল এসেনশিয়াল অ্যাপস বিভাগের পণ্য ব্যবস্থাপক রুই সং বলেন, এটি বিনামূল্যের এবং প্রিমিয়াম উভয় স্পটিফাই গ্রাহকদের জন্য কাজ করবে। আপনি সম্প্রতি বাজানো প্লেলিস্ট ব্রাউজ করতে পারবেন, স্পটিফাইয়ের তৈরি সকালের প্লেলিস্ট বা নির্দিষ্ট কোনো সাউন্ডট্র্যাক অনুসন্ধান করতে পারবেন।

ফিচারটি চালু করতে গ্রাহকের ডিভাইসে স্পটিফাই এবং ক্লক অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা থাকতে হবে। চলতি সপ্তাহে বিশ্ব জুড়ে প্লে স্টোরে ফিচারটি উন্মুক্ত করা হবে এবং অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ বা তার পরের সংস্করণে ফিচারটি ব্যবহার করতে পারবেন গ্রাহক। অন্যদিকে এক মুখপাত্রের বরাত দিয়ে গুগলবিষয়ক খবরের সাইট ৯টু৫গুগলের প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে গুগল ক্লক অ্যাপে ইউটিউব মিউজিকও সংযুক্ত করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন