News71.com
 Technology
 05 May 16, 10:54 AM
 942           
 0
 05 May 16, 10:54 AM

ব্রাউজিং মাধ্যমের শীর্ষে রয়েছে গুগল ক্রোম ।।

ব্রাউজিং মাধ্যমের শীর্ষে রয়েছে গুগল ক্রোম ।।

নিউজ ডেস্কঃ ব্রাউজার হিসেবে গুগল ক্রোম এখন শীর্ষে। ডেস্কটপ ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরারকে পেছনে ফেলেছে গুগলের ক্রোম ব্রাউজার। ইন্টারনেট ব্রাউজার হিসেবে গত সোমবার ইন্টারনেট এক্সপ্লোরারকে ছাড়িয়ে যায় ক্রোম।

তথ্য বিশ্লেষক টুল নেটমার্কেটশেয়ারের তথ্য অনুযায়ী, ডেস্কটপ ব্রাউজার হিসেবে গত এপ্রিল মাসে গুগল ক্রোমের দখলে ছিল ৪১ দশমিক ৭ শতাংশ। ইন্টারনেট এক্সপ্লোরারের দখলে ছিল ৪১ দশমিক ৪ শতাংশ। মজিলা ফায়ারফক্সের দখলে ছিল ৯ দশমিক ৭ শতাংশ।

অপর আরেক তথ্য বিশ্লেষক টুল স্ট্যাটকাউন্টারের তথ্য অনুযায়ী, চার বছর আগেই শীর্ষ ব্রাউজার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ক্রোম। এ বছরের এপ্রিলে ইন্টারনেট এক্সপ্লোরারের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে ক্রোম।

নেটমার্কেটশেয়ারের ওয়েবসাইটে প্রকাশিত লেখচিত্রে দেখা যায়, ক্রোম ব্রাউজারের জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে। ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয়তা ক্রমশ কমেছে।

উল্লেখ্য, যখন মোবাইল ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহারের সফটওয়্যার বা ব্রাউজারের বিষয়টি বিবেচনা করা হয়, সেক্ষেত্রেও ক্রোম এগিয়ে রয়েছে। ৪৯ শতাংশের বেশি দখল করে রেখেছে ক্রোম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন