News71.com
 Technology
 03 Jun 18, 01:23 PM
 928           
 0
 03 Jun 18, 01:23 PM

স্মার্টফোনের বাজারে আবারো শীর্ষস্থান দখলে নিল স্যামসাং।

স্মার্টফোনের বাজারে আবারো শীর্ষস্থান দখলে নিল স্যামসাং।

নিউজ ডেস্কঃ স্যামসাং গতবছরের মত ২০১৮ সালের প্রথম প্রান্তিকেও বৈশ্বিক স্মার্টফোন মার্কেটের শীর্ষস্থান দখল করে রেখেছে। বৈশ্বিক অনুসন্ধান এবং উপদেশক প্রতিষ্ঠান গার্টনারের রিপোর্ট অনুযায়ী, এবছর স্যামসাং মার্কেটের ২০.৫ শতাংশ শেয়ার নিজেদের দখলে রেখেছে। ২০১৮ সালের প্রথম প্রান্তিকে স্যামসাং সারাবিশ্বে মোট ৭৮.৫৬৪ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে।তালিকাটির শীর্ষে কোরিয়ান ব্র্যান্ড থাকলেও, চাইনিজ ব্র্যান্ডগুলো সম্মিলিতভাবে মার্কেটের ৭০ ভাগ অংশ নিজেদের দখলে রেখেছে। স্মার্টফোনের বৈশ্বিক বাজারে ২০১৭ সালের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে ১.৩ শতাংশ বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। ফলে এবছর এই ক্ষেত্রে উন্নয়ন লক্ষনীয়। তালিকা অনুসারে স্যামসাংয়ের পরেই যথাক্রমে অবস্থান করছে- অ্যাপল, হুয়াওয়ে, শাওমি এবং অপ্পো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন