News71.com
 Technology
 23 May 18, 02:07 PM
 859           
 0
 23 May 18, 02:07 PM

ইউটিউবের আদলে ফেসবুক নিয়ে আসছে নতুন দুই ফিচার।

ইউটিউবের আদলে ফেসবুক নিয়ে আসছে নতুন দুই ফিচার।


প্রযুক্তি ডেস্কঃ ইউটিউবের আদলে নতুন দুই ফিচার নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ব্যবহারকারীদের সুবিধার্থেই নতুন এই ফিচার দু’টি তৈরি করা হয়েছে। ফেসবুক খুললে বিভিন্ন পোস্টে দু’টি নতুন অপশন দেখা যাবে। ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ নামে এই নতুন দু’টি অপশনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন পোস্ট কিংবা কমেন্টে নিজেদের মতামত জানাতে পারবেন। এবছরের ফেব্রুয়ারিতে এই ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ ফিচারটি নিয়ে পরীক্ষা চালায় ফেসবুক। বর্তমানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হয়েছে ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ ফিচার দু’টি। বাংলাদেশ কবে ফিচার দু'টি চালু হবে সে বিষয়ে কিছু জানায়নি ফেসবুক। এর আগে ফেসবুক ‘ডিসলাইক’ বাটন চালু হওয়ার কথা শোনা গেলেও নতুন ‘ডাউনভোট’ ফিচারটি যে ‘ডিসলাইক’-এর মতো কাজ করবে, তা কিন্তু নয়। ফেসবুক ব্যবহারকারী যদি কোনো পোস্ট কিংবা কমেন্টে ‘ডাউনভোট’ অপশন ক্লিক করেন, তা হলে সেই পোস্টটি হাইড হয়ে যাবে তার কাছে। পাশাপাশি যিনি ওই পোস্টটি করেছেন তিনিও বুঝতে পারবেন, তাঁর পোস্ট কিংবা কমেন্টে নেগেটিভ রিঅ্যাকশন পড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন