News71.com
 Technology
 16 May 18, 02:00 AM
 834           
 0
 16 May 18, 02:00 AM

ড্রাইভ মূল্য কমাচ্ছে গুগল  

ড্রাইভ মূল্য কমাচ্ছে গুগল   

প্রযুক্তি ডেস্কঃ ক্লাউডভিত্তিক স্টোরেজ সেবা গুগল ড্রাইভের মূল্য কমানোর সঙ্গে কম খরচের স্টোরেজ সেবা চালু করার পরিকল্পনা করছে গুগল। গতকাল মঙ্গলবার মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঘোষণা করা হয় গুগল ড্রাইভের পেইড স্টোরেজ প্ল্যানের মূল্য পরিবর্তন করা হবে। দুই টেরাবাইট স্টোরেজের মূল্য অর্ধেকে নামানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। ড্রাইভের এই আপগ্রেড পেইড প্ল্যানকে গুগল ওয়ানের আওতায় আনছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সহজে গুগলের লাইভ গ্রাহক সেবা পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। গুগল ওয়ানের নতুন সংযোজনে ২০০ গিগাবাইট স্টোরেজের জন্য মাসে ২.৯৯ মার্কিন ডলার গুণতে হবে গ্রাহককে। আগে দুই টেরাবাইট স্টোরেজের জন্য মাসিক মূল্য ছিল ১৯.৯৯ মার্কিন ডলার। এবার তা কমিয়ে ৯.৯৯ মার্কিন ডলার করা হবে। মাসিক ৯.৯৯ ডলারে এক টেরাবাইট স্টোরেজ নেওয়ার অপশন বাতিল করছে প্রতিষ্ঠানটি। তবে ১০, ২০ ও ৩০ টেরাবাইট স্টোরেজ প্ল্যানের ক্ষেত্রে কোনো পরিবর্তন দেখা যায়নি।


সর্বোচ্চ পাঁচজন পারিবারিক সদস্যের সঙ্গে স্টোরেজ প্ল্যান শেয়ার করতে পারবেন গ্রাহক। সবচেয়ে কম খরচের স্টোরেজ ব্যবহার করলেও লাইভ চ্যাট সমর্থন পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো জি সুইট বিজনেস অ্যাকাউন্ট নেই এমন গ্রাহকও লাইভ সাপোর্ট পাবেন বলে জানানো হয়েছে। আগের মতোই বিনামূল্যে ১৫জিবি স্টোরেজ থাকছে গুগল ড্রাইভে। ইতোমধ্যেই যেসব গ্রাহক বাড়তি স্টোরেজের জন্য মূল্য দিয়েছেন আগে তাদের জন্য পরিবর্তন আনা হবে। তবে ঠিক কবে নাগাদ পরিবর্তন আনা হবে তা নিশ্চিত করে বলা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন