News71.com
 Technology
 14 May 18, 11:39 AM
 929           
 0
 14 May 18, 11:39 AM

মিউজিক স্টিকারস ফিচার চালু করছে ইনস্টাগ্রাম।

মিউজিক স্টিকারস ফিচার চালু করছে ইনস্টাগ্রাম।

প্রযুক্তি ডেস্কঃ মিউজিক স্টিকারস ফিচার চালু করছে ছবি ও ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া ইনস্টগ্রাম। স্টোরিজ ফিচার ব্যবহারকারীদের পোস্ট করা বার্তা বন্ধুদের কাছে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপনের সুযোগ দিতেই সেবাটি চালু করছে প্রতিষ্ঠানটি। ফিচারটি কাজে লাগিয়ে নিজেদের বিনিময় করা পোস্টে পছন্দের গান বা শব্দ যোগ করা যাবে। উল্লেখ্য, স্টোরিজ ফিচারটি কাজে লাগিয়ে কয়েক সেকেন্ডের ভিডিও তৈরির পাশাপাশি সেটিতে বিভিন্ন কমেন্ট যুক্ত করে বন্ধুদের পাঠানোর সুযোগ মিলে থাকে। চাইলে বিভিন্ন ধরনের ডুডল বা ছবিও যুক্ত করা যায়। ব্যবহারকারীরা চাইলে কোন কোন ব্যক্তি ভিডিওগুলো দেখেছেন, তাও জানতে পারেন। প্রাথমিকভাবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে এ সুযোগ মিলবে। এরই মধ্যে ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করছে ছবি বিনিময়ের অ্যাপটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন