প্রযুক্তি ডেস্কঃ কেমব্রিজ অ্যানালিটিকার পর আরও তথ্য ফাঁস হতে পারে ফেসবুকের। এমনই সতর্কবার্তা দিয়েছে খোদ ফেসবুক কর্তৃপক্ষ। ব্যবহারকারী এবং বিনিয়োগকারীদের এতে অসুবিধা হতে পারে বলেও জানানো হয়েছে। একটি ত্রৈমাসিক রিপোর্টে একথা জানিয়েছে ফেসবুক। কেমব্রিজ অ্যানালিটিকার কথা প্রকাশ না করে ফেসবুকের দাবি, আরও এই ধরনের ডেটার অপব্যবহার বা তৃতীয় ব্যক্তির ডেটা চুরি করার ঘটনার কথা হয়ত শীঘ্রই জানাবে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষরা বলছে, এই ধরনের ঘটনা আমাদের উপর ব্যবহারকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমাদের মর্যাদা ও ব্র্যান্ড-কে ক্ষতি করতে পারে আর আমাদের ব্যবসায়িক ও আর্থিক ফলাফলে বিরূপ প্রভাব ফেলতে পারে।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় কাজ করেছিল মার্কিন তথ্য বিশ্লেষণা প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা। ২০১৪ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেকজান্ডার কোগানের বানানো এক অ্যাপ থেকে সংগ্রহ করা তথ্য চলে গিয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকার হাতে। সেই তথ্য ব্যবহারকারীদের না জানিয়েই ব্যবহার করা হয় ট্রাম্পের নির্বাচনী প্রচারে। চলতি বছর এ খবর প্রকাশ হলে চাপের মুখে পড়ে ফেসবুক। মার্কিন কংগ্রেসের প্রশ্নের মুখে পড়েন মার্ক জুকারবার্গ। তিনিই জানান, তাঁর নিজের সহ ৮.৭ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য অপব্যবহারের শিকার হয়েছে।