প্রযুক্তি ডেস্কঃ ওয়েবসাইটের ঠিকানা ছোট ও সহজ করে শেয়ার করার জনপ্রিয় সেবা গুগল ইউআরএল শর্টেনার বন্ধ করে দিচ্ছে গুগল।গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সালের ৩০ মার্চ থেকে তাদের এই সেবাটি বন্ধ করে দেওয়া হবে।জনপ্রিয় সেবা বন্ধ করা সবসময়ই ইউজারদের জন্য দুঃখজনক, তাই ব্যবহারকারীদের তারা এক বছর আগেই জানিয়ে দিচ্ছে সেবাটি বন্ধ হবার বিষয়ে।গুগলের এক ব্লগ পোষ্টে জানানো হয়, ব্যবহারকারীরা আজকাল আর ওয়েবসাইটে নয়, কনটেন্টকে আইওএস, অ্যান্ড্রয়েড অথবা ওয়েব অ্যাপের মাধ্যমে দেখে থাকেন।ওয়েবসাইটগুলো পেইজে এখন আর আগের মত বিভক্ত নয়, বরং প্রতিটি সাইটই ব্রাউজারে চলা একেকটি অ্যাপের মত।তাই কোন ওয়েবসাইটের ঠিকানা ছোট করার পরিবর্তে তারা ফায়ারবেইস ডাইনামিক লিংকের মাধ্যমে কনটেন্টের ঠিকানা সবার কাছে পৌঁছে দেয়াকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করছে।গুগল ইউআরএল শর্টেনার অনুরূপ জনপ্রিয় সেবা যেমন বিটলি এবং ওউইলি একটি বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন। ফায়ারবেইস এই ডাইনামিক লিংকে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ না করিয়ে, বরং এর পরিবর্তে অ্যাপ বা ব্রাউজারের মাধ্যমে কনটেন্টের ওয়েব অ্যাপে নিয়ে যাওয়া হবে। গুগলের মাধ্যমে ছোট করা লিংক কাজ করবে না, তেমন টা নয়। তাদের এই সেবা বন্ধ হয়ে গেলেও ছোট করা লিংকগুলো আগের মতোই কাজ করবে বলে জানিয়েছে গুগল।গুগল ইউআরএল শর্টেনার খুবই সাধারণ এবং এটি ২০০৯ সালে প্রথম চালু করা হয়েছিল।