News71.com
 Technology
 12 Feb 18, 06:53 AM
 851           
 0
 12 Feb 18, 06:53 AM

ফের বড় ধরণের ভয়াবহ সাইবার হামলার আশঙ্কয় গোটা বিশ্ব।।  

ফের বড় ধরণের ভয়াবহ সাইবার হামলার আশঙ্কয় গোটা বিশ্ব।।   

প্রযুক্তি ডেস্কঃ ফের বড় ধরণের সাইবার হামলার মুখে ইংল্যান্ড ও আমেরিকারসহ কয়েকটি দেশের জনপ্রিয় ওয়েবসাইট।ঝুঁকির তালিকায় থাকা ওয়েবসাইটের সংখ্যা চারহাজারের বেশি।এর মধ্যে বেশ কয়েকটি টাকাপয়সা লেনদেনের ওয়েবসাইটও রয়েছে।গতকাল রবিবার আজ দুপুর পর্যন্ত দফায় দফায় কয়েকটি দেশে বেশ কিছুক্ষণের জন্য একসঙ্গে থমকে যায় এসব ওয়েবসাইট।প্রাথমিক তদন্তের পরে জানা যাচ্ছে এই সাইবার হামলায় ব্যবহৃত হয়েছে ব্রাউজলাউড নামে একটি ম্যালওয়্যার টুল। যার নির্মাতা টেক্সটহেল্প নামে একটি সফটওয়্যাল সংস্থা।

কিভাবে তাদের তৈরি ম্যাওলওয়্যার হ্যাকারদের কাছে গেল, সেটা নিয়ে তদন্ত চলছে। সতর্কবার্তা জারি করেছেন সাইবার বিশেষজ্ঞ বিজ্ঞানীরা। কোনওরকম সন্দেহজনক লিংকে ক্লিক করতে বারণ করা হয়েছে।আগামী ৪৮ ঘণ্টার জন্য অনলাইন লেনদেন যত সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন