News71.com
 Technology
 12 Feb 18, 01:08 AM
 947           
 0
 12 Feb 18, 01:08 AM

ভারত এক বছরে ১১১ বিলিয়ন ডলারের সফটওয়্যার রফতানি করেছে।।

ভারত এক বছরে ১১১ বিলিয়ন ডলারের সফটওয়্যার রফতানি করেছে।।

প্রযুক্তি ডেস্কঃ বিশ্ববাজারে নিজেদের অবস্থান ক্রমেই শক্তিশালী করছে ভারতের কম্পিউটার সফটওয়্যার ও সেবা খাত।বিগত অর্থবছরে (২০১৬-১৭) দেশটির সফটওয়্যার, সেবা এবং আইটিইএস খাতে প্রবৃদ্ধি ৩.৮৩ শতাংশ বেড়ে ১১১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা তার আগের অর্থবছরে (২০১৫-১৬) ছিল ১০৭ বিলিয়ন ডলার।ভারতের ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (ইএসসি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


সফটওয়্যার রফতানিতে ভারতের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।গত অর্থবছরে দেশটিতে সফটওয়্যার ও সেবা রফতানি করে আয় হয় ৬৩.৫১ বিলিয়ন ডলার।যা ভারতের মোট রফতানির ৫৭ শতাংশ।যুক্তরাষ্ট্রের পর ভারতের সফটওয়্যার খাতের দ্বিতীয় বৃহত্তম বাজার ব্রিটেন।২০১৬-১৭ অর্থবছরে দেশটিতে ভারত ২০ বিলিয়ন ডলারের সফটওয়্যার ও সেবা রফতানি করে। যা দেশটির মোট রফতানির ১৮ শতাংশ।এ খাতে ভারতের তৃতীয় বৃহত্তম বাজার সিঙ্গাপুর।এ সময় দেশটিতে ৪.৪৩ বিলিয়ন ডলারের সফটওয়্যার ও সেবা রফতানি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন