News71.com
 Technology
 26 Apr 16, 06:05 AM
 1022           
 0
 26 Apr 16, 06:05 AM

মোবাইল চুরি ঠেকাতে সরকারী উদ্যোগে দেশে চালু হচ্ছে ‘আইএমইআই লক’।।

মোবাইল চুরি ঠেকাতে সরকারী উদ্যোগে দেশে চালু হচ্ছে ‘আইএমইআই লক’।।

নিউজ ডেস্কঃ দেশের চলমান চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধ ঠেকাতে মোবাইল ফোনে ‘আইএমইআই লক’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। এর প্রক্রিয়া হিসেবে আগামী এক মাসের মধ্যে হ্যান্ডসেটের আইএমইআই নম্বরের তথ্যভাণ্ডার চালু করতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বরের ডাটাবেজ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে সবার হাতে মোবাইল ফোন তুলে দিতে বিদ্যমান করকাঠামো পুণ:বিবেচনা করা হতে পারে। টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে মোবাইল হ্যান্ডসেটের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। মোবাইলফোন হ্যান্ডসেটের বিদ্যমান কর কাঠামো পুণঃবিবেচনা করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সম্প্রতি অর্থমন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন,  সবার হাতে স্মার্ট মোবাইল হ্যান্ডসেট পৌঁছে দিতে এ খাতের বিদ্যমান কর কাঠামো প্রতিবন্ধকতা তৈরী করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন