News71.com
 Technology
 19 Jan 18, 01:09 AM
 722           
 0
 19 Jan 18, 01:09 AM

এখন থেকে দেশেই উৎপাদন হবে কম্পিউটার।।

এখন থেকে দেশেই উৎপাদন হবে কম্পিউটার।।

নিউজ ডেস্কঃ এখন থেকে দেশেই তৈরি হবে কম্পিউটার। ওয়ালটনের সহযোগী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজে কাল থেকে কম্পিউটার উৎপাদনের যাত্রা শুরু হয়েছে। একই সাথে স্মার্টফোনের পর বাংলাদেশের নাম যুক্ত হলো কম্পিউটার উৎপাদনকারী দেশের তালিকায়। দেশের তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদন খাতে উন্মোচিত হলো উচ্চ প্রযুক্তি পণ্যের নতুন দিগন্ত। গাজীপুরের চন্দ্রায় নবনির্মিত ওয়ালটন কম্পিউটার কারখানা উদ্বোধন করেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন,স্বপ্ন দেখতাম পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তির কম্পিউটার উৎপাদন করবে বাংলাদেশ। এই স্বপ্ন আজ বাস্তব হচ্ছে। ওয়ালটনের প্রশংসা করে মন্ত্রী বলেন,দেশে কম্পিউটার সংযোজন হলেও উৎপাদনের মাধ্যমে তারা সাহস দেখিয়েছে। তিনি বলেন,হাইটেক পার্কে যে সুবিধাগুলো দেওয়া হয় ওয়ালটনকে সেই সুযোগ দেওয়া হবে। ওয়ালটন এ বিষয়ে আবেদন করা মাত্র তাদের হাইটেক পার্ক হিসেবে ঘোষণা করা হবে। কম্পিউটার উৎপাদনে ওয়ালটন সফলতা পাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন,সম্ভাবনাকে বাস্তবে পরিণত করেছে ওয়ালটন। দেশে বর্তমানে ৫ লাখ কম্পিউটার আমদানি করতে হয়। সরকারি ক্রয়ে দেশীয় পণ্য ক্রয়ে উৎসাহিত করা হবে। তিনি বলেন,২০২১ সাল নাগাদ বাংলাদেশ হার্ডওয়্যার রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পাবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম,ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন